অঙ্গুলী গোলাপ
পাঁচ আঙুলের আলোড়ন
পাপড়ির জংলী সাজে
সুগঠিত গোলাপ
সুঘ্রাণের কিবা খোঁজ
তা উপরি
পাপড়ির জংলী সাজে
সুগঠিত গোলাপ
সুঘ্রাণের কিবা খোঁজ
তা উপরি
শিল্পসুখ
তীর ছুড়
রক্ত লাগিয়ে দেই
কথা ছিল অন্যরকম
ভাবের রকমফের
তীর রক্ত কথা ভাব
মিলেমিশে শিল্প
শিল্পসুখ
রক্ত লাগিয়ে দেই
কথা ছিল অন্যরকম
ভাবের রকমফের
তীর রক্ত কথা ভাব
মিলেমিশে শিল্প
শিল্পসুখ
শিরোনামহীন
নাগরিক কেনাকাটা দেখি
নাগরিক কেনাকাটা করি
নগর দেখি
নাগরিক দেখি
পণ্য দেখি
ক্রয় দেখি
সব মিলিয়ে নিজেকে দেখি
সর্বশেষ প্রকৃতি দেখি
আর কিছু কি দেখা প্রয়োজন?
নাগরিক কেনাকাটা করি
নগর দেখি
নাগরিক দেখি
পণ্য দেখি
ক্রয় দেখি
সব মিলিয়ে নিজেকে দেখি
সর্বশেষ প্রকৃতি দেখি
আর কিছু কি দেখা প্রয়োজন?
জীবন
কারো হাত ধরি না
ওইভাবে হাত পাইও না
ওইভাবে হাত চাইও না
কেমনতর বিন্যাস
ওইভাবে হাত পাইও না
ওইভাবে হাত চাইও না
কেমনতর বিন্যাস
এটাই জীবন
এটাই আমি
এটাই কাব্য
এটাই রহস্য
এটাই আমি
এটাই কাব্য
এটাই রহস্য
সত্তা ১
তোমার চোখে জল
আমার মুখে বল
তোমার পায়ে মল
আমার গায়ে ঢল
আমার মুখে বল
তোমার পায়ে মল
আমার গায়ে ঢল
সত্তা ২
আকাশ দৌঁড়াই
দৃষ্টিতে ছুটি
বাতাস দৌড়াই
সৃষ্টিতে টুটি
দৃষ্টিতে ছুটি
বাতাস দৌড়াই
সৃষ্টিতে টুটি
জ্বরকাব্য
মাথা ঘোরে
কাব্যের খেয়ালে
ব্যথা উড়ে
বাক্যের দেয়ালে
কাব্যের খেয়ালে
ব্যথা উড়ে
বাক্যের দেয়ালে
Comments
Post a Comment