খামারে কাজ করার সময় ষাঁড় গুঁতো মারে জ্যাক মিচেলকে (২০)। এতে ডান হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুইবার অস্ত্রোপচারের পরও তা জোড়া লাগানো সম্ভব হয়নি।
পরে তার পায়ের বুড়ো আঙুল কেটে সেই হাতে লাগানো হয়। গত এপ্রিলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।
মিচেল বলেন, একটি ষাঁড় হাতে লাথি মেরে বেড়ার মধ্যে ফেলে দেয় তাঁকে। ঘটনার পরই তাঁর সহকর্মীরা তাঁর আঙুলটি সংরক্ষণ করেছিলেন। মিচেলকে পার্থ শহরের হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু আঙুলটি রক্ষার সব চেষ্টাই ব্যর্থ হয়।
দুই সপ্তাহ আগে সিডনি আই হাসপাতালে মিচেলকে নেওয়া হয়। সেখানে বুড়ো আঙ্গুলের জায়গায় পায়ের আঙ্গুল স্থাপন করা হয়। প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা.শন নিকলিন বলেন, বিষয়টি (প্রতিস্থাপন) মেনে সময় লেগেছে। এতে তিনি বিস্মিত নন।
ডা. নিকলিন আরো বলেন, মিচেলের চারটি আঙুল ভালো অবস্থায় আছে। তবে যদি বুড়ো আঙুলটি কাজ না করে হাতের কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন।
মিচেলের পুনর্বাসনের জন্য এক বছরের বেশি সময় দরকার। তবে তিনি কাজে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।
Comments
Post a Comment