ঝিনাইদহে এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ডসহ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির তাদের এই দণ্ডাদেশ দেন।
দণ্ডিত মনিরুজ্জামান যশোর জেলার চৌগাছা উপজেলার কোমরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় তার কর্মস্থল জননী ডায়াগনস্টিক সেন্টারের মালিক সুধীর বিশ্বাসকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ঔষধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক খান মাসুদুর রহমান ও সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য অফিসার আব্দুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment