স্পর্শকাতর স্থানে বিশেষভাবে লুকায়িত ২ কেজি ৭৫ গ্রাম স্বর্নসহ ৩০ বছরের এক যুবতীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার সকালে বেনাপোল সীমান্তে রোকসানা বেগম নামে ওই নারীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন সকাল ৯টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের সময় এ যাত্রীকে শনাক্ত করা হয়। পরে মহিলা কর্মকর্তারা তার শরীর তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করেন।
তিনি আরো জানান, স্বর্ণের বারগুলো যাত্রী স্কচটেপ দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে লুকিয়ে রেখেছিলো। স্বর্ণের বারগুলো ১ কেজি ওজনের ১১টি টুকরায় পাওয়া যায়। এগুলোর মোট ওজন ২ কেজি ৭৫ গ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
Comments
Post a Comment