ঢাকা মহানগরীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা, ৮৪ বোতল ফেন্সিডিল, ২২৭ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৪৫ ক্যান বিয়ার ও ১৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার হয়।
Comments
Post a Comment