স্কুলের ভেতরে ঢুকে শিক্ষিকাকে যৌন হয়রানি করেছে সাফি মিয়া নামে বখাটে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
শনিবার দুপুরে নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের আনন্দ স্কুলে এ ঘটনা ঘটে। দণ্ডিত বখাটে কানাইপুর গ্রামের হেসমত উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো সাফি। শনিবার দুপুরে স্কুলের ভেতরে ঢুকে পড়ে শিক্ষিকাকে যৌন হয়রানি করে ওই ব্যক্তি। এ সময় শিক্ষিকা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সাফিকে ধরে ফেলে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
পরে তাকে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত ঘটনার সাক্ষী-প্রমাণ পেয়ে বখাটে সাফিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
Comments
Post a Comment