জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার জন্য শুভকামনা। এর চেয়ে আর বেশি বলার নেই।
বৃহস্পতিবার বিকেলে আরটিভির সভাকক্ষে ছবি মুক্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফারুকী বলেন, ভয়ংকর সুন্দর নির্মাণ করেছেন অনিমেষ। তিনি বয়সে হয়তো আমার সমানই হবেন। তার নাটকের ক্ষেত্রে দেখেছি তিনি তার নিজস্ব ঢঙে গল্প বলার চেষ্টা করেন। এবং তাতে তিনি সফল। তার সিনেমাও তার মতই হবে এবং সেটা ভালো হবে সেই বিশ্বাস আছে। সিনেমাটির জন্য অনেক অনেক শুভকামনা। এর চেয়ে আর বেশি বলার নেই।
সংবাদ সম্মেলনে হাসান ইমাম, কণ্ঠ শিল্পী মমতাজ, সুরকার প্রিন্স মাহমুদ, গীতিকার আসিফ ইকবাল, মোস্তফা সরওয়ার ফারুকী, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত, গিয়াস উদ্দিন সেলিম, দীপংকর দীপনস, খায়রুল আলম সবুজ, ভাবনা,আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও আরটিভির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অনুসারে নির্মিত ‘ভয়ংকর সুন্দর’সিনেমাটি প্রযোজনা করেছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি। এটি ৪ আগষ্ট মুক্তি পাবে। ছবিতে কলকাতার পরমব্রতর বিপরীতে অভিনয় করেছেন ঢাকার আশনা হাবিব ভাবনা।
Comments
Post a Comment