র্যাঙ্কিংয়ের শীর্ষবাছাই অ্যাঞ্জেলিক কেরবারের বিদায়ের দিনে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সিমোনা হালেপ, ভেনাস উইলিয়ামস ও জোহানা কোন্টা।
সোমবার কোয়ার্টারে পা রাখার পথে দ্বিতীয়বাছাই রোমানিয়ান হালেপ ৭-৬, ৬-২ সেটে হারান বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। সেরা আটে হালেপের প্রতিপক্ষ জোহানা কোন্টা।
জোহানা কোন্টা সেখানে ১৯৮৪ সালের পর প্রথম ব্রিটিশ নারী টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনের সেরা আটে পৌঁছেছেন। ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ৭-৬, ৪-৬, ৬-৪ গেমে হারান ষষ্ঠবাছাই কোন্টা।
উইম্বলডনের ছয়বারের মুকুটজয়ী ভেনাস উইলিয়ামসও এদিন কোয়ার্টারে উঠেছেন। যুক্তরাষ্ট্রের কন্যা ৬-৩, ৬-২ সেটে হারান ক্রোয়েশিয়ার আনা কনজুওকে। সেরা আটে গতবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী লাটভিয়ার ইয়েলিনা ওস্তাপেঙ্কার বিপক্ষে নামতে হবে ভেনাসকে।
ক্যারোলিন ওজনিয়াকি অবশ্য বিদায় নিয়েছেন। পঞ্চমবাছাই ডেনমার্ক তারকাকে ৭-৬, ৬-৪ সেটে হারান সেরেনার স্বদেশী কোকো ভ্যানডিওয়ে।
Comments
Post a Comment