নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-এক এর বাগাতিপাড়া এলাকায় দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তারা হলেন-নিজাম উদ্দিন (৪২) ও তার ভাই রাজা (৪৬)। আহত নিজাম উদ্দিন ও রাজা উপজেলার মালিগাছা এলাকার ইমাজ উদ্দিনের ছেলে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মালিগাছা গ্রামের কলির মোড়ে তাদের ওপর এই হামলা হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নিজাম ও রাজা দু’টি মোটরসাইকেলে করে লোকমানপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কলির মোড়ে আসতেই ১০-১২ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহতরা হামলাকারীদের চিনতে পেরেছেন। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।
Comments
Post a Comment