এ সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। একের পর এক নতুন ছবিতে অভিনয় করে বাংলাদেশের চলচ্চিত্রে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন এই অভিনেত্রী। বছরজুড়ে নিজের কাজ দিয়ে খবরের শিরোনামে থাকছেন তিনি। এবার শিরোনামে এলেন মনের গোপন মানুষের খবর। কিছুটা রাখঢাক করে পরীমনি নিজের আপন মানুষটিকে নিয়ে কথাবার্তা বলেছেন এতদিন। এই মানুষটি সম্পর্কে জানতে ভক্তদের ছিল অধীর আগ্রহ।
তবে সব কিছুর অবসান ঘটিয়ে পরীর প্রেমিক নিজেই জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। মানুষটি কে! পরীর প্রেমিকের নাম তামিম হাসান। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘রিলেশনশিপ বলতে যা বোঝায় সেটাই বুঝে নিন। প্রেম করা তো আর অপরাধ নয়। আমার কাছে এটি একটি স্বর্গীয় ব্যাপার। এটা নিয়ে কৌতূহলের কিছু নেই। এক কথায়- প্রেম করেছি, বেশ করেছি।’
তিনি আরও বলেন, ‘এটা নিয়ে গুঞ্জন বা ফিসফাসের কিছু নেই। সবার কাছে অনুরোধ, বিষয়টাকে যেন দৈনন্দিন জীবনের অংশ হিসেবেই দেখা হয়।’ অন্যদিকে তামিম দীর্ঘ সময় বিনোদন সাংবাদিকতা ও এফএম রেডিও উপস্থাপনা করতে গিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন লাভগুরু হিসেবে।
Comments
Post a Comment