আইআইএফএ’র মঞ্চে ফের যেন জুটি বাঁধলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। টাইগার জিন্দা হ্যায়-এর শ্যুটিং থেকে শুরু করে বাবা সিদ্দিকির ইফতার পার্টি।
এবার সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে সালমান-ক্যাটরিনাকে। শুধু তাই নয়, আইআইএফএ’র সাংবাদিক সন্মেলনে যেভাবে আলিয়াকে সরিয়ে দিয়ে সালমানের কাছাকাছি চলে আসেন ক্যাট, তা দেখে ক্যামেরার ফ্ল্যাশ যেন আরও দ্রুত পড়তে শুরু করে।
এআর এবার কি হল জানেন? নিয় ইয়র্কে আইআইএফএ’র মেইন ইভেন্টের আগে প্রকাশ্যে আহ্জির হন সালমান, ক্যাটরিনা। আর সেখানেই ক্যাটকে জন্মদিনের শুভেচ্ছা জানান সালমান। শুধু কি তাই, একে অন্যের দিকে এমনভাবে তাকিয়ে ছিলেন, যেন পুরনো দিন সব ফিরে আসতে শুরু করে। ক্যাটরিনাকে সেখানে নাকি জন্মদিনের শুভেচ্ছাও জানান সালমান।
Comments
Post a Comment