অপ্রতিরোধ্য অ্যান্ডি মারে। এই নিয়ে টানা দশমবার উইম্বলডনের শেষ আটে উঠলেন বিশ্বের এক নম্বর ব্রিটিশ তারকা। সোমবার ২ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে ধরাশায়ী করলেন বেনয় পায়েরকে। সেন্টার কোর্টে মারের পক্ষে ফল ৭-৬ (১), ৬-৪, ৬-৪। শেষ চারের লড়াইয়ে মারের প্রতিদ্বন্দ্বী হবেন মার্কিনি খেলোয়াড় স্যাম কুরে৷
ম্যাচ জিতে উচ্ছ্বসিত মারে। তিনি বলছেন,‘আমি মনে করি ভালোই খেলেছি। প্রথম সেটের কয়েক’টা সার্ভিস বাদ দিয়ে ঠিকই আছে। দুই সপ্তাহ আগে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুটা চিন্তায় ছিলাম। এবার আশা করছি ভালো ফর্ম ধরে রাখতে পারব৷’ ২০১৩ সালে প্রথম উইম্বলডনের স্বাদ পান মারে। গতবছরও তিনিই হয়েছিলেন চ্যাম্পিয়ন। এখন দেখার এবারো মারে বাজিমাত করতে পারেন কি না।
Comments
Post a Comment