চিত্রনায়ক শাকিব খান বলেছেন, অন্যান্য দেশে ভালো কাজ করলে প্রশংসা করে। অথচ আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে এর ব্যতিক্রম। পা টেনে ধরে।
সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে চিত্রনায়ক এ কথা বলেন।
শাকিব বলেন, আমার ক্যারিয়ারের শুরু থেকে অনেক ঘটনা ঘটেছে। একের পর এক শত্রু পেছনে লেগেছে আমার। পৃথিবীর সব দেশে ভালো কাজ করলে সবাই মিলে তার প্রশংসা করে। পাশাপাশি সেই শিল্পীকে আরো ভালো কাজ করার জন্য অন্যরা অনুপ্রেরণা দেয়। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর ব্যতিক্রম। ভালো কাজ করলেই এখানে পা টেনে ধরা হয়। আমি এ পর্যন্ত অনেক রাজনীতির শিকার হয়েছি। তবে একটা কথা শুধু বলতে চাই, দর্শক যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন। আর এখন পর্যন্ত আমার পাশে রয়েছেন, সেজন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমিও তাদেরকে ঠকাতে চাই না-কথাগুলো ঢালিউডের ব্যস্ততম অভিনেতা শাকিব খানের।
গেল ঈদে শাকিব অভিনীত ‘নবাব’ ও ‘রাজনীতি’ ছবি দুটি মুক্তি পেয়েছে।
Comments
Post a Comment