ঝালকাঠি সদর উপজেলার বীরপাশা গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি ডাকাত দলের সদস্য।
সোমবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বীরপাশা গ্রামে টহল পুলিশ ৮/১০ জন লোকের উপস্থিতি টের পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তাদের ওপর পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায় ডাকাতরা পিছু হটে পালিয়ে যায়। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক এএইচএম ফয়সাল গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি ছ্যানা, একটি করাত, একটি ছেলাই রেঞ্জ ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় সামান্য আহত হয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত ফারুক আলম, এএসআই মেহেদী ও বাপ্পি।
নিহত ব্যক্তির লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে আছে।
Comments
Post a Comment