ডাক্তারের নির্দেশে এখন ঘরে বসেই সময় কাটাতে হয় বলে মন্তব্য করেছেন কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক।
রাজ্জাক বলেন, বিভিন্ন সময়ে আমি বিভিন্নস্থানে বেড়াতে গিয়েছি। তবে দেশের বাইরে সবারই একসঙ্গে সময় করে ঘুরে বেড়ানো হয়ে ওঠে না। এবার ভাবলাম সবাইকে সঙ্গে নিয়ে একটু ঘুরে আসি। ভালোও লাগবে। কারণ এখনতো আমি অভিনয় করছি না। বলা যায় ডাক্তারের নির্দেশে ঘরে বসেই সময় কাটাতে হয়। তাই সবাইকে নিয়ে নিজের মতো করে সময় কাটাতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন ভালোভাবে ঘুরেফিরে দেশে ফিরতে পারি।
শনিবার সকাল সাড়ে ৯টার ফ্লাইটে নায়ক রাজ সপরিবারে থাইল্যান্ডে যাচ্ছেন। ফিরবেন ১৯ জুলাই। এবারের নায়ক রাজের সফরসঙ্গী হচ্ছেন তার স্ত্রী লক্ষী, দুই পুত্র বাপ্পারাজ, সম্রাট, দুই পুত্রবধূ, বাপ্পারাজের দুই কন্যা মেহনাজ, মাইশা এবং সম্রাটের দুই মেয়ে আরিবা ও আরিশা।
Comments
Post a Comment