সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আদিল হোসেন (১০)।
সোমবার রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজিপুর গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, আদিলের মৃগী রোগ ছিল। সে দুপুরে ওই ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজখুঁজির পর সন্ধ্যার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
আদিল ওই গ্রামের আল আমিন হোসেনের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
Comments
Post a Comment