যমুনার পানির প্রবল তোড়ে সিরাজগঞ্জের উজানে বাহুকা পানি উন্নয়ন বোর্ডের নব নির্মিত মাটির বাঁধ প্রায় ৩০ মিটার বিলীন হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আকস্মিক ভাবে এই বাঁধ ধসে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এজন্য বাঁধ অভ্যন্তরের বাহুকা, চিলগাছা, ইটালী, ভেওয়ামারা ও গজারিয়াসহ বিভিন্ন এলাকায় বন্যার পানিতে শতাধিক ঘর-বাড়ি প্লাবিত হয়েছে। রাতেই স্থানীয়রা বাঁধ মেরামতে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করে।
শুক্রবার সকালে তাদের সঙ্গে যোগ হয়েছে সেনাবাহিনী। ১১ পদাতিক ডিভিশনের রিভার কোরের মেজর সাইফুল ইসলামের নেতৃত্বে সেনা সদস্যদের তত্ত্বাবধানে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা বাঁধ সংস্কারে কাজ শুরু করেছে।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানিয়েছেন, দুপুরের মধ্যেই ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হবে। এতে আতঙ্কের কিছু নেই
Comments
Post a Comment