কপিল শর্মা আসন্ন ছবি ‘ফিরঙ্গি’র শুটিং নিয়ে বেশ চিন্তিত ছিলেন। কিছুদিন আগে সুনীল গ্রোভারের সঙ্গে বিতর্কে জড়িয়ে বেশ কিছুদিন শিরোনামে ছিলেন। তখন থেকেই চলছিল টালমাটাল অবস্থা।
দিনরাত কাজের ব্যস্ততায় আচমকা অসুস্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় শো। শুটিং-এ আসার কথা ছিল শাহরুখ খান এবং পরিচালক ইমতিয়াজ আলী এবং অনুস্কা শর্মার। কিন্তু হঠাৎই তার অসুস্থতার জন্য ফিরে যান অথিতিরা।
আপাতত স্বাভাবিক আছেন তিনি, তবে ডাক্তার তাকে এখন কয়েক দিন বিশ্রাম নিতে বলেছেন। অতিরিক্ত টেনশনের জন্যই এমনটা হয়েছে বলেই জানা যাচ্ছে। অসুস্থতা কাটিয়ে ওঠার পরই আবার এই এপিসোড শুটিং করবেন তিনি।
Comments
Post a Comment