গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ।
রোববার গুলশান হামলা মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির মামলার সুষ্ঠু তদন্তের জন্য মাহফুজকে রিমান্ড নেয়ার আবেদন করেন। দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর হাকিম এ এইচ এম ত্বোহার আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকা থেকে সোহেল মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ।সে সময় সোহেলের তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। সোহেল মাহফুজ নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা বলে পুলিশ জানিয়েছে। হলি আর্টিজান হামলার গ্রেনেডও সরবরাহ করেছিল সে।
উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।
নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন। ওই রাতেই ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে।
পরদিন সকালে সেনা কমান্ডোদের পরিচালিত অপারেশন ‘থান্ডারবোল্টে’ রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সাবিহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল নামে পাঁচ জঙ্গি নিহত হন।
ওই ঘটনার পর গুলশান থানা পুলিশ মামলা দায়ের করে। মামলাটি তদন্তের দায়িত্ব পরবর্তীতে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।
Comments
Post a Comment