সুমাইয়া শিমু টিভি নাটকের জনপ্রিয় নাম। তিনি সফলতার সঙ্গে কাজ করেছেন। ‘অহর্নিশ ভালোবাসা’ নাটকে এ সময়ের উঠতি তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এ অভিনেত্রী।
নাট্য নির্মাতা মাহাবুব সুমন জানান, দীপান্বিতা খান ছোট পর্দার নামকরা একজন নাট্য নির্মাতা। কিছুদিনের জন্য মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। একদিন তার বাসায় কেয়ারটেকারের ভাগ্নে সাহিল আসে। সে তার মামার কাছে থেকে লেখাপড়া করবে। সাহিলের সাথে দীপা নিজের প্রয়োজনে ভালোবাসার সম্পর্ক গড়তে চায়। কিন্তু সাহিল দীপাকে পাত্তা দেয় না। অবশ্য বয়সে বড় দীপার চতুরতার কাছে এক সময় হার মানতে বাধ্য হয় সাহিল। বিষয়টি মোটেও ভালো চোখে দেখেন না সাহিলের মামা। দু’জনকে বারবার সতর্ক করেন তিনি। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। যোগ হয় নতুন মাত্রা।
গল্পের দীপান্বিতা চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। সাহিল চরিত্রটি রূপায়ন করেছেন তৌসিফ মাহবুব। আহসান হাবিব সকালের রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন-রাইসুল ইসলাম আসাদ, খায়রুল আলম টিপু, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
Comments
Post a Comment