কানে ভীষণ ব্যথা ছিল ছেলেটার। আর সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গিয়েছিল। টর্চ দিয়ে কানের ভেতরে পরীক্ষা করে দেখে অবাক চিকিৎসক। কিশোরের কানের ভেতরে বাসা বেঁধেছে একগাদা পোকা।
প্রতিটি পোকা দিব্যি ঘুরে বেড়াচ্ছে কানে ভেতরে। আর এই যন্ত্রণায় কাতরাচ্ছে কিশোরটি। পোকাগুলো না বের করলে এভাবেই যন্ত্রণা পেতে হবে কিশোরকে। তাই তৎক্ষণাৎ পোকাগুলো বাইরে বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কান পরিষ্কার করার যন্ত্র দিয়ে একটি একটি করে পোকা বের করতে শুরু করেন চিকিৎসরা।
ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সাড়া পড়ে যায় নেটদুনিয়ায়। ইতোমধ্যেই তা পেয়ে গেছে ভাইরাল তকমা। জানা গেছে, ঘটনাটি ঘটেছে কাজাখস্তানের একটি স্থানের। কানের ব্যথায় অতিষ্ঠ হয়ে স্থানীয় ডাক্তারের কাছে যায় সে। কিন্তু কেমন করে কানের ভেতরে ছিল এই ধূসর রংয়ের পোকাগুলো। প্রাথমিকভাবে ডাক্তাররা মনে করছেন, মাছি জাতীয় কোনো প্রাণী কিশোরের কানে ডিম পেড়েছিল হয়তো। সেখান থেকেই লার্ভার মতো এই পোকাগুলোর জন্ম হয়েছে৷ শরীরের ভেতর থেকে প্রোটিন শুষে নিয়েই সেগুলো এতদিন বেঁচে ছিল৷
অবশ্য মানুষের কানের ভেতরে এভাবে পোকামাকড় ঢুকে যাওয়ার ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন ভারতে বেঙ্গালুরুর বাসিন্দা লক্ষ্মী। বারান্দায় ঘুমোতে গিয়ে তার কানের ভেতরে প্রবেশ করেছিল একটি আস্ত মাকড়সা। সেক্ষেত্রে অবশ্য লক্ষ্মীর কানের ভেতরে ওষুধ প্রয়োগ করায় নিজে থেকেই বেরিয়ে এসেছিল মাকড়সাটি। কিন্তু কাজাখস্তানের কিশোরের পরিস্থিতি আরো গুরুতর ছিল৷ কারণ তার কানের ভেতরের পোকাগুলো ছিল খুবই ছোট। তাই খুব সাবধানে একটি একটি করে সেগুলি বের করতে হয়েছে ডাক্তারদের।
ভিডিওতে তুলে রাখা হয় এই দৃশ্য
Comments
Post a Comment