ভারতের মহারাষ্ট্রে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে এক সফটওয়্যার প্রকৌশলী আত্মহত্যা করেছেন। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় তিনি এ কাজ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে এ ঘটনা ঘটে। ওই প্রকৌশলীর নাম গোপীকৃষ্ণান গুরুপ্রসাদ। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যে।
পুলিশের ভাষ্য, ওই প্রকৌশলী পুনের একটি আইটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি সুইসাইড নোটে লেখেন, ‘এখানে (ভারত) আইটি খাতে চাকরির কোনো নিরাপত্তা নেই। আমি আমার পরিবার নিয়ে খুব উদ্বিগ্ন।’
পুলিশ সূত্রে জানা যায়, পুনের ভিমনগর এলাকার একটি হোটেল থেকে ঝাঁপ দেন গোপী কৃষ্ণান। তার আত্মহত্যার খবরটি হোটেলের কর্মকর্তারা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় গুরুপ্রসাদকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভারতের আইটি খাতের প্রতিষ্ঠানগুলোতে বেশ কিছুদিন ধরে গণহারে ছাঁটাইসহ নানা অস্থিরতা চলছে। আর এর মধ্যেই এক প্রকৌশলীর আত্মহত্যার ঘটনা ঘটল।
Comments
Post a Comment