নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার সহায়ক সরকারের প্রস্তাব যদি আগের তত্ত্বাবধায়ক সরকারের মতো হয়, তাহলে তা কারো কাছে গ্রহণযোগ্য হবে না।
শনিবার সকালে মাদারীপুর শহরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ নিয়ে বিএনপি যে অভিযোগ করে আসছে তা ভিত্তিহীন বলে দাবি করেন নৌমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদ, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বাচ্চু প্রমুখ।
Comments
Post a Comment