ক্যারিয়ারে অবশেষে বাবাকে খুঁজে পেয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মিম বলেন, ‘বুম্বা দা’র (প্রসেনজিৎ) ভক্ত আমি সেই শৈশব থেকেই। খুব স্বাভাবিকভাবে আমাদের বয়সী যে কেউই তার কাছে গেলে মোহগ্রস্ত হয়ে যায়। কিন্তু এত বড় অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করার বিষয়টাও তো কঠিন ব্যাপার। তাই প্রথম শুটিংয়ের দিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ইনফ্যাক্ট আগের দিন টানা কয়েক ঘণ্টা ধরে আমি স্ক্রিপ্ট মুখস্থ করেছি। কিন্তু শুটিংয়ের আগে তিনি বলেন, আজ থেকে তুই আমার মেয়ে। আমাকে সেটের বাইরে শুধু না, আজ থেকে আজীবন তুই আমাকে ‘বাবা’ বলে ডাকবি। এরপর সত্যিকার অর্থেই তিনি মেয়ের মতোই এখন অবধি খোঁজখবর রাখেন। আমাকে অভিনয়ের নানা কৌশল শেখালেন। কিভাবে কতটা সহজ হওয়া যায় স্ক্রিনে। সত্যিই আমি আমার ক্যারিয়ারে নতুন এক অভিভাবক বাবাকে পেলাম।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৃজিত মুখার্জী। এবারের সিক্যুয়েলের নাম ‘ইয়েতির অভিযান’।ছবিটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ, বিদ্যা সিনহা মীম, যীশু সেনগুপ্ত, ফেরদৌসসহ অনেকে।
Comments
Post a Comment