বেশ কয়েকটি বাস্তবিক চরিত্রকে বড়পর্দায় তুলে আনতে দেখা গেছে বলিউডের অভিনেতা রণবীর সিংকে। ইতোমধ্যেই তিনি বাজিরাও হিসেবে মন জয় করে নিয়েছেন দর্শকদের। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী ছবি ‘পদ্মাবতী’। সেই ছবিতে তিনি আসছেন আলাউদ্দিন খিলজির চরিত্রে।
এবার আরেক বাস্তবের চরিত্রকে খুব শিগগিরই বড়পর্দায় নিয়ে আসবেন এ অভিনেতা। তবে আর কোনো ঐতিহাসিক চরিত্র নয়, একজন জনপ্রিয় ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে রণবীরকে।
১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে একটি ছবি। সেই ছবিতেই ভারত অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং।
এই অভিনেতা সবসময়ই অসম্ভব এনার্জেটিক। এই কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অনুরাগ কেশপের প্রযোজনায় এই ছবি পরিচালনা করছেন কবীর খান। এখন শুধু বড়পর্দায় কপিল দেব হিসেবে রণবীরকে দেখার অপেক্ষায় তার ভক্তরা।
আপাতত ‘পদ্মাবতী’ নিয়েই ব্যস্ত রণবীর সিং। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। আর তারই মধ্যে চুটিয়ে প্রেমও করছেন বান্ধবী দীপিকার সঙ্গে।
Comments
Post a Comment