রাজধানীর যাত্রাবাড়ী থেকে জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আমেনা আক্তার (২২) ও ইসরাফিল (২৯)।
গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৬০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার সুমন্ত কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
Comments
Post a Comment