কৈশোর থেকে শুরু হওয়া পিরিয়ড নারীদের জন্য অতি স্বাভাবিক ঘটনা। মাঝ বয়সী (সাধারণত ৪৫ বছর বয়স এটা হয়)হওয়ার আগ পর্যন্ত নারীদের প্রতিমাসে এ ঘটনা ঘটে থাকে।প্রজনন স্বাস্থ্য, শরীর ও মনমানসিকতা স্বাভাবিক রাখে প্রতিমাসের পিরিয়ড।
কিন্তু যেদিন শুরু হয়, সেদিনটি অনেক কিশোরী এবং নারীর জন্য হয় অতি অস্বস্তিকর। কখনো কখনো তা যন্ত্রণাদায়ক। এমনকী প্রচণ্ড ব্যথায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
সে কারণে ভারতের মুম্বাইয়ের একটি মিডিয়া ফার্ম তাদের নারীকর্মীদের জন্য পিরিয়ডের প্রথম দিন বেতনসহ ছুটির ঘোষণা দিয়েছে। ওই ফার্মে কর্মরত নারীকর্মীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এদিকে, ওই ফার্মটি ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যেন সরকারও সব নারীর জন্য এই ছুটি ঘোষণা করুক।
মঙ্গলবার এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম খবরও প্রকাশ করেছে।
জানা গেছে, সপ্তাহখানেক আগে এ ঘোষণাটি দিয়েছে ‘কালচার মেশিন’ নামে একটি মিডিয়া হাউস। বিশেষ এই ছুটির নাম দেওয়া হয়েছে ‘ফার্স্ট ডে অব পিরিয়ড লিভ’। ঘোষণার পর একটি ভিডিওক্লিপও আপলোড করা হয়েছে, যাতে নারীরা নির্দ্বিধায় শেয়ার করেছেন তাদের পিরিয়ডের প্রথম দিনের অভিজ্ঞতা।
Comments
Post a Comment