মারিয়া শারাপোভা ফের টেনিস থেকে দূরে। তাও মাস খানেক তিনি কোর্টে নামেননি। চলতি উইম্বলডনে ওয়াইল্ড কার্ডের জন্যও আবেদন করেননি তিনি। কারণ ফরাসি ওপেনেই তার ওয়াইল্ড কার্ডের আবেদন খারিজ হয়ে যায়৷
এমনিতেই সাবেক এক নম্বর ১৫ মাস টেনিস থেকে নির্বাসিত ছিলেন। নিষিদ্ধ মেল্ডোনিয়াম ড্রাগস নেওয়ায় তাকে নিষিদ্ধ করে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। তিনি ইচ্ছাকৃত ভাবে ডোপ করেননি। সেটা প্রমাণিত হওয়ার পরেই তার শাস্তি কমে। পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী মাশা গত মাসে ফেসবুকে লিখেছিলেন যে, পেশি ছিঁড়ে যাওয়ায় তিনি ঘাসের কোর্টে এ বছর আর নামবেন না। আগামী বছরই তিনি কোর্টে নামবেন৷
মাশা এখন আবার অবসর মোডে। নিজের মতোই ঘুরে বেরাচ্ছেন। লাল বিকিনি পরে পানিতে ডাইভ দিচ্ছেন৷
Comments
Post a Comment