স্ত্রী নির্যাতন মামলায় এক এসআইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তাকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলামের মেয়ে ও সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী লোপাকে বিয়ে করেন এসআই শাহিনুল ইসলাম শাহিন।
লোপার পরিবারের অভিযোগ, শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাড়িতে ২২ মে রাতে ২০ লাখ টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে নির্যাতন চালায় স্বামী এসআই শাহিন ও তার পরিবারের লোকজন।
ওই ঘটনায় ৫ জুন এসআই শাহিনসহ পরিবারের চার সদস্যকে আসামি করে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
Comments
Post a Comment