মুন্সিগঞ্জের সিরাজদিখানের মজিবর রহমান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
শনিবার দুপুর ১২ টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় মুজিবরের স্বজনরা বলেন, গত ৪ জুন বিকেল ৩টার দিকে রোজা রাখা অবস্থায় প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে মজিবর রহমানকে হত্যা করা হয়।
অবিলম্বে খুনি নুরু কসাই এবং নিদের্শদাতা আইয়ুব খাঁনসহ এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান মজিবরের স্ত্রী এলিজা বেগম।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মজিবরের তিন ছেলে শাওন খান (২৫), আরিফ খান (২৪) ও রাজীব খান (১৫) এবং ছোট মেয়ে মাকসুদা (১৪) সহ তার অন্য স্বজনরা।
Comments
Post a Comment