চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত বুধবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সাব-স্টেশনে হঠাৎ বিপর্যয় ঘটে। ফলে ওইদিন দুপুর থেকে এখন পর্যন্ত ৫০ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন এলাকাবাসী।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সাব-স্টেশনে ৩৩ হাজার বাই ১১ হাজর ভোল্ড কেভির শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ফাইভ এমভিএ পাওয়ার ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেয়ায় বুধবার দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এতে করে প্রায় ১৪ হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে এ ঘটনার পর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ।
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাশিক প্রকৌশলী আজমুল হক জানান, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সাব-স্টেশনে ৩৩ হাজার বাই ১১ হাজর ভোল্ড কেভির শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ফাইভ এমভিএ পাওয়ার ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় বুধবার দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি সংশ্লিষ্টরা।
তিনি জানান, নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনি লিমিটেডের আওতায় শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের অধীনে গ্রাহক রয়েছে প্রায় ১৪ হাজার। এর মধ্যে শিবগঞ্জ পৌর এলাকা, বহালাবাড়ি ও মনাকষায় এলাকায় পিডিবির অধীনে রয়েছে প্রায় ১৪ হাজার গ্রাহক।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে একটি নতুন ফাইভ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার নিয়ে আসা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। তারা জানান, এটি পুনস্থাপিত হলে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে অন্তত আরো ২ দিন বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
Comments
Post a Comment