Skip to main content

Posts

Showing posts from July, 2017

বিএম কলেজে পেয়ারা নিয়ে ছাত্রলীগ নেত্রীদের চুলোচুলি, আহত ৯

বরিশালের বিএম কলেজের বনমালী ছাত্রীনিবাসে পেয়ারা পাড়া নিয়ে ছাত্রলীগ নেত্রীদের চুলোচুলি ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৯ জন। এতে আহত শারমিন আক্তার, মারিয়া হোসেন ও ইসরাত জাহানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলো ছাত্রলীগ নেত্রী মুনিরা আক্তার মনি, কান্তা ইসলাম, ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রীনিবাসে ওই ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রী নিবাসের ২নং ভবন কাকলী`র সামনে একটি পেয়ারা গাছ রয়েছে। সেখানে একটি শেড নির্মাণ করা হবে। শেড নির্মাণ করার কারণে গাছটি কাটা পড়বে। তাই ঠিকাদার জুয়েল ছাত্রলীগ নেত্রী মুনিরার কাছে পেয়ারা খাবে কিনা জানতে চায়। তখন মুনিরাসহ কয়েকজন সেখানে গিয়ে গাছ থেকে পেয়ারা পাড়ে। এই সময় হেনাসহ তারা অনুসারীরা পেয়ারা পাড়তে বাধা দেয়। এই সময় উভয় নেত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হেনা ও তার অনুসারীরা লাকড়ি নিয়ে হামলা করে। তারা মুনিরাসহ অনুসারীদের পিটিয়েছে। এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে উপাধাক্ষ্য স্বপন কুমার পাল, তত্ত্বাবধায়ক এসএম নাসিরউদ্দিন ও পুলিশসহ ছাত্রী নিবাসের সংশ্লিষ্টরা ...

রাজধানীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরায় এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম কাজী মাসুদ পারভেজ (৩৪)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত ৯টার দিকে মহানগর প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জানান, মাসুদের দুই পায়ে গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নাটোরে দুই ভাইকে কুপিয়ে জখম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-এক এর বাগাতিপাড়া এলাকায় দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তারা হলেন-নিজাম উদ্দিন (৪২) ও তার ভাই রাজা (৪৬)। আহত নিজাম উদ্দিন ও রাজা উপজেলার মালিগাছা এলাকার ইমাজ উদ্দিনের ছেলে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মালিগাছা গ্রামের কলির মোড়ে তাদের ওপর এই হামলা হয়। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নিজাম ও রাজা দু’টি মোটরসাইকেলে করে লোকমানপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কলির মোড়ে আসতেই ১০-১২ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহতরা হামলাকারীদের চিনতে পেরেছেন। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।

ডিএমপির ২৪ ঘণ্টা অভিযানে গ্রেপ্তার ৪১

ঢাকা মহানগরীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা, ৮৪ বোতল ফেন্সিডিল, ২২৭ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৪৫ ক্যান বিয়ার ও ১৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার হয়।

সিরিসেনা ঢাকা ছাড়ছেন শনিবার

তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর সিরিসেনাকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওইদিন রাতে রাজধানীর একটি হোটেলে লাফ গ্যাস বাংলাদেশের আয়োজনে সিরিসেনার সম্মানে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন সিরিসেনা। এ সময় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সিরিসেনা। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন  সিরিসেনা।

স্পর্শকাতর স্থানে পৌনে ৩ কেজি স্বর্ণসহ আটক নারী

স্পর্শকাতর স্থানে বিশেষভাবে লুকায়িত ২ কেজি ৭৫ গ্রাম স্বর্নসহ ৩০ বছরের এক যুবতীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার সকালে বেনাপোল সীমান্তে রোকসানা বেগম নামে ওই নারীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সকাল ৯টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের সময় এ যাত্রীকে শনাক্ত করা হয়। পরে মহিলা কর্মকর্তারা তার শরীর তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করেন। তিনি আরো জানান, স্বর্ণের বারগুলো যাত্রী স্কচটেপ দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে লুকিয়ে রেখেছিলো। স্বর্ণের বারগুলো ১ কেজি ওজনের ১১টি টুকরায় পাওয়া যায়। এগুলোর মোট ওজন ২ কেজি ৭৫ গ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সম্মতি ছাড়া বিয়ে ঠিক করায় তরুণীর আত্মহত্যা

সম্মতি না নিয়ে বিয়ে ঠিক করায় পরিবারের প্রতি অভিমান করে রাজধানীর শেরেবাংলা নগরে আত্মহত্যা করেছেন এক তরুণী। শুক্রবার ভোরে পূর্ব রাজাবাজারে একটি বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জেসমিন সুলতানা হ্যাপি নামে ওই তরুণী। জানা গেছে, মেয়ের সম্মতি না নিয়েই বিয়ে ঠিক করেছিলো পরিবার। মা-বাবার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তরুণী। এর জেরে তিনি আত্মহত্যা করেন। শেরেবাংলা নগর থানার এসআই হালিম মিয়া বলেন, পারিবারিকভাবে এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করা হয় হ্যাপির। বিয়েতে সম্মতি না থাকায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তরুণী। সকালে টের পেয়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। এর আগেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে জানান এসআই হালিম মিয়া।

মজিবর হত্যার বিচার দাবি পরিবারের

মুন্সিগঞ্জের সিরাজদিখানের মজিবর রহমান হত্যার বিচারের দাবিতে  সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।  শনিবার দুপুর ১২ টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে  এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এ সময় মুজিবরের  স্বজনরা বলেন, গত ৪ জুন বিকেল ৩টার দিকে  রোজা রাখা অবস্থায় প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে মজিবর রহমানকে হত্যা করা হয়। ‍অবিলম্বে খুনি নুরু কসাই এবং নিদের্শদাতা আইয়ুব খাঁনসহ এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান মজিবরের স্ত্রী এলিজা বেগম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মজিবরের তিন ছেলে শাওন খান (২৫), আরিফ খান (২৪) ও রাজীব খান (১৫) এবং ছোট মেয়ে মাকসুদা (১৪) সহ তার অন্য স্বজনরা।

‘চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সর্বাত্মক শক্তি নিয়ে মাঠে নেমেছি’

চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রমে সর্বাত্মক শক্তি দিয়ে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শনিবার ডিএনসিসি ভবনের সামনে থেকে চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক র‌্যালির শুরুতে এ কথা জানান তিনি। মেয়র বলেন, চিকুনগুনিয়ার বাহক এডিস মশা মারতে যা যা করার আমরা করছি, করবো। আশা করছি অতি অল্প সময়ে মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা সমস্ত শক্তি নিয়ে মাঠে নেমেছি। আনিসুল হক আরো বলেন, আমাদের প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা দিনে এরকম বৃহৎ পরিসরে সচেতনতামূলক কার্যক্রম চলবে। মশক নিধন কার্যক্রমে কেউ অবহেলা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। যেখানে ৫ দিন পর পর মশা নিধনের ওষুধ প্রয়োগের কথা, সেখানে আমরা তিন দিন পর পর প্রয়োগ করছি। তিনি বলেন, আমাদের এলাকায় সমস্ত রাস্তার লিস্ট করেছি। মশক নিধন কর্মীরা সে অনুযায়ী কাজ করবে। আর এলাকার মানুষ যদি মশক নিধন কর্মীদের দিয়ে আশানুরূপ ফল না পায় তাহলে সেসব মশক নিধনকর্মীকে বেতন দেওয়া হবে না। আমরা সবাই মিলে একসঙ্গে এই চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক কার্যক্রম চালবো। এজন্য জনগণকে সবচেয়ে বেশি সচেতন ...

ভোটের মালিক জনগণ, তারাই ভোট দেবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোটের মালিক জনগণ, তারাই ভোট দেবে। আমরা চাই উন্নতি করে যেতে। যেহেতু আমাদের উন্নয়ন একটি ধারায় যেতে পেরেছে তাই আমরা এত বড় বাজেট দিতে পেরেছি। শনিবার দুপুরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  প্রধানমন্ত্রী বলেন, জনগণকে দেওয়া ওয়াদা পূরণেই কাজ করে যাচ্ছে সরকার। পৃথিবীর কোথাও এমনটি নেই যে, ১২২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।   তিনি বলেন, ২০১৫ তে সরকার উৎখাতের নামে বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মেরেছে। ওটাই নাকি তাদের আন্দোলন। আমি এমন আন্দোলন জীবনে দেখিনি। প্রধানমন্ত্রী বলেন, মানুষকে পুড়িয়ে হত্যা কোনো ধরনের আন্দোলন আমার বোধগম্য না। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করেছে। বিএনপি-জামায়াতের আন্দোলনে ৫০০র বেশি মানুষ মারা গেছে। রেল লাইন পুড়িয়ে দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এসব দেখেছে। 

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের আবদুল হামিদ সড়কের একটি বাড়ি থেকে ভারতীয় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। ভারতীয় আরেক শিক্ষার্থীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়ে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ইউসুফ ভবন থেকে আসিফ শেঠ (২৬) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, লাশের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিলো। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার উইসন সিং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনেই চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির এমবিবিএস শিক্ষার্থী। নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর বলেন, ইউসুফ ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে থাকতেন ইউএসটিসির ভারতীয় চার শিক্ষার্থী। ফ্ল্যাটের তিনটি কক্ষের মধ্যে একটিতে থাকতেন নিহত আসিফ শেঠ। আরেকটিতে উইসন। আরেকটি কক্ষে নীরাজ গুরু তার স্ত্রী জোৎস্নাকে নিয়ে থাকতেন। পুলিশ নীরাজ ও তার স্ত্রী জোসনাকে জিজ্ঞাসাবাদ করছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।

কিশোরের কান থেকে বের হলো অদ্ভুত একগাদা পোকা (ভিডিও)

কানে ভীষণ ব্যথা ছিল ছেলেটার। আর সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গিয়েছিল। টর্চ দিয়ে কানের ভেতরে পরীক্ষা করে দেখে অবাক চিকিৎসক। কিশোরের কানের ভেতরে বাসা বেঁধেছে একগাদা পোকা। প্রতিটি পোকা দিব্যি ঘুরে বেড়াচ্ছে কানে ভেতরে। আর এই যন্ত্রণায় কাতরাচ্ছে কিশোরটি। পোকাগুলো না বের করলে এভাবেই যন্ত্রণা পেতে হবে কিশোরকে। তাই তৎক্ষণাৎ পোকাগুলো বাইরে বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কান পরিষ্কার করার যন্ত্র দিয়ে একটি একটি করে পোকা বের করতে শুরু করেন চিকিৎসরা। ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সাড়া পড়ে যায় নেটদুনিয়ায়। ইতোমধ্যেই তা পেয়ে গেছে ভাইরাল তকমা। জানা গেছে, ঘটনাটি ঘটেছে কাজাখস্তানের একটি স্থানের। কানের ব্যথায় অতিষ্ঠ হয়ে স্থানীয় ডাক্তারের কাছে যায় সে। কিন্তু কেমন করে কানের ভেতরে ছিল এই ধূসর রংয়ের পোকাগুলো। প্রাথমিকভাবে ডাক্তাররা মনে করছেন, মাছি জাতীয় কোনো প্রাণী কিশোরের কানে ডিম পেড়েছিল হয়তো। সেখান থেকেই লার্ভার মতো এই পোকাগুলোর জন্ম হয়েছে৷ শরীরের ভেতর থেকে প্রোটিন শুষে নিয়েই সেগুলো এতদিন বেঁচে ছিল৷ অবশ্য মানুষের কানের ভেতরে এভাবে পোকামাকড় ঢুকে যাওয়ার ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই এমন ঘট...

ষাঁড়ের গুঁতোই পায়ের আঙুল কেটে হাতে!

খামারে কাজ করার সময় ষাঁড় গুঁতো মারে জ্যাক মিচেলকে (২০)। এতে ডান হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুইবার অস্ত্রোপচারের পরও তা জোড়া লাগানো সম্ভব হয়নি। পরে তার পায়ের বুড়ো আঙুল কেটে সেই হাতে লাগানো হয়। গত এপ্রিলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিবিসি এ খবর প্রকাশ করেছে। মিচেল বলেন, একটি ষাঁড় হাতে লাথি মেরে বেড়ার মধ্যে ফেলে দেয় তাঁকে। ঘটনার পরই তাঁর সহকর্মীরা তাঁর আঙুলটি সংরক্ষণ করেছিলেন। মিচেলকে পার্থ শহরের হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু আঙুলটি রক্ষার সব চেষ্টাই ব্যর্থ হয়। দুই সপ্তাহ আগে সিডনি আই হাসপাতালে মিচেলকে নেওয়া হয়। সেখানে বুড়ো আঙ্গুলের জায়গায় পায়ের আঙ্গুল স্থাপন করা হয়। প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা.শন নিকলিন বলেন, বিষয়টি (প্রতিস্থাপন) মেনে সময় লেগেছে। এতে তিনি বিস্মিত নন। ডা. নিকলিন আরো বলেন, মিচেলের চারটি আঙুল ভালো অবস্থায় আছে। তবে যদি বুড়ো আঙুলটি কাজ না করে হাতের কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন। মিচেলের পুনর্বাসনের জন্য এক বছরের বেশি সময় দরকার। তবে তিনি কাজে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

‘ভিভিআইপি’ গাছের সন্ধান!

ভারতের মধ্যপ্রদেশের সালমাতপুরে বছরে ১২ লাখ রুপি খরচে একটি গাছ রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এই ‘পিপল ট্রি’ ভারতের প্রথম ‘ভিভিআইপি’ গাছ বলে জানা গেছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সানচি বৌদ্ধ কমপ্লেক্স থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বেড়ে উঠছে গাছটি। এ ব্যাপারে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট বরুণ আওয়াস্তি বলেন, গাছের নিরাপত্তা ও পানি দেয়ার জন্য চারজন রক্ষী দেয়া হয়েছে। তাদেরই একজন পরমেশ্বর তিওয়ারি বলেন, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন তিনি। পাঁচ বছর আগে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে গাছটি রোপণ করেছিলেন। ‘পবিত্র’ গাছটি নিজ দেশ থেকে এনেছিলেন তিনি। ভিভিআইপি গাছটির চারদিকে লোহার বেড়া আছে। গাছে পানি দেয়ার জন্য আছে ট্যাংক। এছাড়া রাজ্যের কৃষি বিভাগের একজন উদ্ভিদতত্ত্ববিদ প্রতি সপ্তাহে গাছটির অবস্থা দেখতে যান বলেও জানানো হয়েছে।

চাকরি হারানোর ভয়ে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে প্রকৌশলীর আত্মহত্যা!

ভারতের মহারাষ্ট্রে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে এক সফটওয়্যার প্রকৌশলী আত্মহত্যা করেছেন। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় তিনি এ কাজ করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে এ ঘটনা ঘটে। ওই প্রকৌশলীর নাম গোপীকৃষ্ণান গুরুপ্রসাদ। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পুলিশের ভাষ্য, ওই প্রকৌশলী পুনের একটি আইটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি সুইসাইড নোটে লেখেন, ‘এখানে (ভারত) আইটি খাতে চাকরির কোনো নিরাপত্তা নেই। আমি আমার পরিবার নিয়ে খুব উদ্বিগ্ন।’ পুলিশ সূত্রে জানা যায়, পুনের ভিমনগর এলাকার একটি হোটেল থেকে ঝাঁপ দেন গোপী কৃষ্ণান। তার আত্মহত্যার খবরটি হোটেলের কর্মকর্তারা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় গুরুপ্রসাদকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভারতের আইটি খাতের প্রতিষ্ঠানগুলোতে বেশ কিছুদিন ধরে গণহারে ছাঁটাইসহ নানা অস্থিরতা চলছে। আর এর মধ্যেই এক প্রকৌশলীর আত্মহত্যার ঘটনা ঘটল।

সাড়ে ৩ হাজার শিশুপর্ন সাইট বন্ধ

চাইল্ড পর্নোগ্রাফি রুখতে সবরকম চেষ্টা করছে ভারত সরকার। গত মাসে বন্ধ করা হয়েছে এই ধরনের প্রায় সাড়ে ৩ হাজার ওয়েবসাইট। সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র। শুধু তাই নয়, চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট সমৃদ্ধ ওয়েবসাইট যাতে স্কুল পড়ুয়াদের ধারেকাছে না আসে সে ব্যাপারে ভাবনাচিন্তার কথাও জানানো হয়েছে আদালতে। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, স্কুলে জ্যামার বসানো যায় কি না এব্যাপারে CBSE-কে ভাবনাচিন্তা করতে বলা হয়েছে। এর ফলে স্কুলে চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্টের ব্যবহার রোখা যেতে পারে। দেশজু়ড়ে শিশু পর্নোগ্রাফি বন্ধ কীভাবে করা যাবে সেই সংক্রান্ত একটি পিটিশনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সঠিক পদক্ষেপ নিতে কোন দিশায় এগোনো হবে তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। পিটিশনটির শুনানি চলছে তিন বিচারপতির বেঞ্চে। নেতৃত্বে বিচারপতি দীপক মিশ্রা। আজ অতিরিক্ত সলিসিটর জেনেরাল পিঙ্কি আনন্দ বেঞ্চকে জানান, স্কুল বাসে জ্যামার লাগানো সম্ভব নয়। তবে এই ধরনের ওয়েবসাইটের ব্যবহার বন্ধে CBSE স্কুলগুলিতে জ্যামার লাগানো যেতে পারে। সরকার CBSE-কে ভাবনাচিন্তা করতে বলেছে। পাশা...

দাঁতের রেকর্ডে গিনেস বুকে নাম লেখালেন এই যুবক

দাঁতের মহিমাই জগৎসভায় চিনিয়ে দিল ১৮ বছরের ভারতীয় যুবক উরভিল প্যাটেলকে। সবচেয়ে বড় দাঁতের অধিকারী হিসেবে তাঁর স্থান হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ। কিন্তু এই দাঁত নিয়েই বিপদে পড়েছিলেন উরভিল। অকারণেই যখন তখন বেরিয়ে আসত লম্বা দাঁতটি। বিশেষ করে মন খুলে হাসতে গেলে। তাই বাইরের লোকের সামনে হাসাই প্রায় বন্ধ করে দিয়েছিলেন উরভিল। কিন্তু হাসি নামক বস্তুটি চাপা সম্ভব হয় না। সৌজন্য তো কিছু ক্ষেত্রে দেখাতেই হয়। সেখানেই বেশ অস্বস্তিতে পড়তে হত উরভিলকে। তাই ভারতীয় যুবক ঠিক করেন অযাচিত সমস্যাটিকে উপড়েই ফেলবেন। ফেব্রুয়ারি মাসেই ড. জয়মিন প্যাটেলের কাছে যান উরভিল। যুবকের মুখ থেকে দাঁত বের করে অবাক হয়ে যান তিনিও। মেপে দেখেন দাঁতের দৈর্ঘ্য প্রায় ৩.৬৭ সেন্টিমিটার। সেই রেকর্ডই পাঠানো হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ। দেখা যায়, এর আগে সবচেয়ে লম্বা দাঁতের রেকর্ডধারী ছিলেন সিঙ্গাপুরের লু হুই জিং। যাঁর দাঁত ছিল ৩.২ সেন্টিমিটার লম্বা। উরভিলের দাঁতের থেকে তা ৫ মিলিমিটার কম। এরপরই ভারতীয় যুবককে স্বীকৃতি দেয় গিনেস। আর যে দাঁত এককালে উরভিলের যাবতীয় দুঃখের কারণ ছিল, সেই দাঁতই খ্যাতির শিখরে পৌঁছে দেয় আঠেরো বছরের...

ঘোমটা পরে খবর পাঠ

এসটিভি হরিয়ানা নিউজ চ্যানেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। টিভির পর্দায় এমন দৃশ্য সত্যিই অভূতপূর্ব। মহিলা সংবাদ পাঠিকা তাঁর মুখ ঢেকে রেখেছেন ঘোমটায়! কিন্তু কেন তাঁর এমন সিদ্ধান্ত। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রতিমা দত্ত নামের ওই সংবাদ পাঠিকা আচমকাই পর্দায় আবির্ভূত হয়েছিলেন ঘোমটায় মুখ ঢেকে। এমন আচরণের রহস্যভেদও করেন তিনি নিজেই। জানিয়ে দেন, হরিয়ানা সরকারের মহিলাদের মুখ ঢেকে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি ঘোমটায় মুখ আবৃত করেছেন।  সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মুখ খুলে প্রতিমা জানিয়েছেন, রাজ্য সরকার সকলকে ঘোমটা পরতে বাধ্য করতে চাইছে। রাজ্য সরকারের জার্নালে ঘোমটাকে বর্ণনা করা হয়েছে রাজ্যের পরিচয় হিসেবে। হরিয়ানা রাজ্য সরকারের হরিয়ানা সংবাদ পত্রিকার কৃষি সংবাদ ক্রোড়পত্রে ছাপা হয়েছিল ঘোমটা পরিহিত এখ মহিলার ছবি। তার ক্যাপশনে ঘোমটাকে ‘রাজ্যের পরিচয়’ ছাপা হয়েছিল। তাঁর মতে, একদিকে বিজেপি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযান চালাচ্ছে, অথচ তারাই রাজ্যের নারীর মুখ ঢেকে দিতে চায় ঘোমটায়! এহেন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করতেই ঘোমটা পরে সংবাদ পাঠ করতে এসেছিলেন তিনি। ...

সদ্য বিয়ে হলে যা জানা জরুরী

যতই পার্কে প্রেম করুন, বাড়িতে লুকিয়ে সময় কাটান, আসল আনন্দ কিন্তু বিয়ের পরেই। ধরা পড়ার টেনশন নেই, তাড়াতাড়ি বাড়ি ফেরার হ্যাপা নেই, নিশ্চিন্ত মনে কাছে পাওয়া। সে নিন্দুকেরা যতই কান ভাঙানোর চেষ্টা করুক, যতই বলুক বিয়ের পর প্রেম-টেম থাকে না, এক কান দিয়ে ঢুকিয়ে বের করে দিন অন্য কান দিয়ে। জেনে নিন সদ্য বিয়ে হলে যা জানা জরুরী- * স্ত্রীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন যৌনতা নিয়ে। তবে তাড়াহুড়ো করবেন না। ধীরেসুস্থে এগিয়ে যান। জিজ্ঞেস করুন তিনি কী পছন্দ করেন। স্ত্রীর মনের মতো ব্যবস্থা করতে পারেন। নিজের ইচ্ছেটাও স্ত্রীকে জানান। * সৌরভে চনমনে মোমবাতি জ্বালান ঘরে। রাতে শুতে যাওয়ার আগে জ্বালিয়ে দিন মোমবাতি। মুড এমনিই তৈরি হয়ে যাবে। * এই সময়টা চূড়ান্ত রোম্যান্স করার সময়। তাই একসঙ্গে স্নান করুন। একে অন্যকে সাজিয়ে দিন। স্ত্রীর শাড়ির কুঁচি ধরে দিন। পায়ে নেলপলিশ পরিয়ে দিন। হালকা ম্যাসাজ করে দিন। * মাঝেমধ্যেই বেরিয়ে পড়ুন স্ত্রীকে সঙ্গে নিয়ে। কাজ থেকে সময় বের করে লং ড্রাইভে যান, উইকএন্ড ট্রিপে যান। * সদ্য বিয়ে করা স্ত্রীকে ভালো করে নজর করুন। তাঁর হাঁটাচলা কথা বলার দিকে খেয়াল করুন। মুখ...

ভরসা রাখুন টমেটোর ওপর, ফল হাতেনাতে

প্রতিদিন যেসব ফল বা সবজি খাওয়া হয়, তার মধ্যেই এমন কিছু গুণাগুণ সম্পন্ন সবজি রয়েছে, যা বিভিন্ন মারণ রোগ প্রতিরোধ করতে সক্ষম। এর বেশিরভাগই আমাদের অজানা। কোন সবজি কোন রোগ প্রতিরোধ করে, তা আমাদের বেশিরভাগ মানুষেরই জানা নেই। বিজ্ঞানীরা জানাচ্ছেন, টমেটোতে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ত্বকের ক্যানসারের পাশাপাশি, বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধ করতে, রক্ত পরিশুদ্ধ করতে, টক্সিন রিমুভ করতে, দৃষ্টিশক্তি উন্নত করতে, কোলেস্টেরলের মাত্রা কম করার মতো উপকারও করে টমেটো। টমেটো কাঁচা হোক কিংবা তরলরূপে, সব প্রকারেই ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে টমেটো।

তক্তা সালেম

আজ অনেক দিন হয়ে গেছে। লম্বা কতোগুলো বছর। রফিকের সব কথা আর ঠিকঠাক মনে নেই। চাইলেও সব বলতে পারবে না সে। নানারকম বিশ্বাস আবিশ্বাস নিয়ে বিশ্বাস হয়ে কি ভাবে মানুষের মনটার উপর স্থিতি নেয় রফিক আজও তা নির্ণয় করতে পারেনি। সারা জীবনেও পারবে বলে আশা করে না সে। অথচ এর বাস্তবতা প্রমাণে মিলবে না। তা সে জানে। মনে হয় এটাই যেন সত্য, আছে, আছে, কিছুত আছেই। আজ এসবে বিশ্বাস করতে মন চায় না রফিকের, তবু যেন তার মনে হয় আছে; কি জানি কেন? রফিকরা চার চাচাতো ফুফুতো ভাই ছোট ফুফুর বাড়িতে বেড়াচ্ছিল।সারাদিন হৈ হৈ, সকালে ফুটবল খেলা, দুপুরে ডাঙ্গুলি, তারপর সাঁতার। এর মধ্যে দুই একবার এটা সেটা খাওয়ার জন্য ফুফুর ডাক। দুই দিনের মাথায় একদিন রাতের খাবার খেতে বসেছে সবাই। সংগে ফুফুর দুই ছেলে, ফুফাতো ভাই আর বোনেরা। রান্না হয়েছে পাঙাস মাছের ঝোল, ছোট ট্যাঙরা আর মুশুরের ডাল। প্রামে মুশুরের ডাল সংগতিসম্পন্ন গেরস্তের ঘরের রান্না। সাধারণ ঘরে কলাইর ডাল। রফিক, সাদেক, রতন আর ফয়েজ সবাই প্রায় কৈশর পেরুন। এ বয়সে উদ্যমের শেষ নেই, পুকুরে, নদীতে গোছলের নামে ডুব খেলা, একডুবে গভীর জলতল থেকে মাটি তুলে আনা, শিরীষগাছ থেকে খালে লাফিয়ে পড়া...

কথা ছিল অন্যরকম

অঙ্গুলী গোলাপ পাঁচ আঙুলের আলোড়ন পাপড়ির জংলী সাজে সুগঠিত গোলাপ সুঘ্রাণের কিবা খোঁজ তা উপরি শিল্পসুখ তীর ছুড়  রক্ত লাগিয়ে দেই কথা ছিল অন্যরকম ভাবের রকমফের তীর রক্ত কথা ভাব  মিলেমিশে শিল্প শিল্পসুখ শিরোনামহীন নাগরিক কেনাকাটা দেখি নাগরিক কেনাকাটা করি নগর দেখি নাগরিক দেখি পণ্য দেখি ক্রয় দেখি সব মিলিয়ে নিজেকে দেখি সর্বশেষ প্রকৃতি দেখি আর কিছু কি দেখা প্রয়োজন? জীবন কারো হাত ধরি না  ওইভাবে হাত পাইও না ওইভাবে হাত চাইও না কেমনতর বিন্যাস এটাই জীবন এটাই আমি এটাই কাব্য এটাই রহস্য সত্তা ১ তোমার চোখে জল আমার মুখে বল তোমার পায়ে মল আমার গায়ে ঢল সত্তা ২ আকাশ দৌঁড়াই দৃষ্টিতে ছুটি বাতাস দৌড়াই সৃষ্টিতে টুটি জ্বরকাব্য মাথা ঘোরে কাব্যের খেয়ালে ব্যথা উড়ে বাক্যের দেয়ালে

খালেদার প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকারের মতো হলে গ্রহণযোগ্য হবে না

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার সহায়ক সরকারের প্রস্তাব যদি আগের তত্ত্বাবধায়ক সরকারের মতো হয়, তাহলে তা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। শনিবার সকালে মাদারীপুর শহরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ নিয়ে বিএনপি যে অভিযোগ করে আসছে তা ভিত্তিহীন বলে দাবি করেন নৌমন্ত্রী।  এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদ, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বাচ্চু প্রমুখ।

বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান

বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানটি হলো ইরাকের নাজাফে অবস্থিত। কবরস্থানের নাম হলো ওয়াদি আল সালাম। এই কবরস্থান পিস উপত্যকার নামে পরিচিত। সন্ত্রাসী হামলার কারণে প্রতিদিন এখানে প্রায় ২০০জনকে সমাহিত করা হয়। ইরাকি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখানে এখনও পর্যন্ত প্রায় ৫০ লাখ শিয়া মুসলমানদের সমাহিত করা হয়েছে। দেশটিতে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার ফলে এখানে প্রতিদিন মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। ফলে এখানে কবরের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে প্রতি বছর বহু মানুষ এই কবরস্থান দেখতে আসেন। জোঙ্গি গোষ্ঠির সঙ্গে যুদ্ধ যাওয়ার আগে সৈনিকরা এখানে এসে প্রার্থনা করেন- তাদের যেন মৃত্যুর পর এখানে সমাহিত করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই কবরস্থানটি শুধু ইরাকে নয়, সমগ্র বিশ্বের শিয়া মুসলমানরা মৃত্যুর পর নিজেদেরকে এখানে সমাহিত করতে চান। এই কবরগুলিকে ইট, প্লাস্টার এবং ক্যালিগ্রাফি দিয়ে সাজানো। অনেক কবরে সমাহিত ব্যক্তির আর্থিক অবস্থা সম্পর্কেও জানা যায়।

আহা চিকুনগুনিয়া

ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমি চমকে উঠেছি, পায়ের তলায় প্রচণ্ড ব্যথা! গতরাতে আমি ঠিক কোথায় কীভাবে হাঁটাহাঁটি করেছি যে পায়ের নিচে এত ব্যথা হলো! সেটা যখন চিন্তা করে বের করার চেষ্টা করছি তখন আমার স্ত্রী মনে করিয়ে দিলো- বললো, এটা সম্ভবত চিকুনগুনিয়া। সে এই ভয়াবহ রোগটিতে আক্রান্ত হয়ে তিনদিন থেকে কাবু হয়ে আছে! গত বেশ কিছুদিন থেকে আমি খুব জরুরি কাজে ব্যস্ত- দিনের পর দিন টানা কাজ করেও কুলিয়ে উঠতে পারছি না। স্ত্রীর ভবিষ্যৎবাণী শুনে আমি বুঝতে পারলাম এখন দেখতে দেখতে জ্বর উঠে যাবে এবং আমি সম্ভবত দীর্ঘদিনের জন্যে অচল হয়ে যাবো। আমি তাই জ্বর উঠে যাওয়ার আগে শেষ মুহূর্তে যেটুকু সম্ভব অসমাপ্ত কাজ সমাপ্ত করে বিছানায় কাত হয়ে পড়লাম এবং ঢাকা শহরের অসংখ্য মানুষের সঙ্গে আমাকে চিকুনগুনিয়া আক্রান্ত করলো! অসুখ বিসুখ খুবই ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে গল্প করার কিছু নেই। নিজের অসুখ নিজের কাছেই গোপন রাখতে হয়। কিন্তু আমার মনে হয় চিকুনগুনিয়া নামের এই অসুখটি নিয়ে একটু কথাবার্তা বলা উচিৎ। আমি যেটুকু জানি এটি এখন আর ব্যক্তিগত পর্যায়ে নেই। ঢাকা শহরের যে মানুষের সঙ্গেই কথা বলছি তারা সবাই বলছেন এটা ...

ইনবক্সে ফাঁদ

পর্ব- দুই ক. এক বন্ধু `ও` পজিটিভ রক্তের জন্য অনুরোধ পাঠিয়ে ইনবক্সে একটা টেক্সট করল- যদি রক্ত পাওয়া যায় তবে ম্যাসেজে উল্লেখিত তিনটি নাম্বারের ফোন করে জানাতে বলল। নাম্বারগুলো যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সিরিয়ার। বন্ধুকে জিজ্ঞাসা করলাম- -রোগী কোন দেশের?  -জানি না -তোমাকে ম্যাসেজটা কে পাঠিয়েছে? -কোন এক ফেসবুক ফ্রেন্ড -নাম্বার তিনটা কোন দেশের একটু দেখেছ?  -না তো।কোন দেশের? দেশগুলোর নাম শুনে সে বোকা বনে গেল। সে খেয়ালই করেনি রোগী কোন দেশের আর রক্তদাতাই বা কোন দেশের। খ. ইদানিং অনেকেই ইনবক্সে একটি ম্যাসেজ পেয়ে থাকতে পারেন যে, কোন এক লোকের ফ্রেন্ড রিকুয়েস্ট রিসিভ না করার জন্য। সে নাকি হ্যাকার। আমাকে এমন একজন লোক এই ম্যাসেজটি ফরোয়ার্ড করলেন যার কখনো এটা আমাকে পাঠানোর কথা নয়। পরে বুঝলাম এই ম্যাসেজটি স্বয়ংক্রিয়ভাবে `স্প্যাম` হিসেবে এসেছে। এই ধরণের ম্যাসেজগুলোর নানা উদ্দেশ্য থাকতে পারে যা সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। হ্যাকার নিজেই এসব ম্যাসেজ ছড়িয়ে দিয়ে কোনো ফায়দা লুটতে পারে। গ. একজন সিনিয়র কর্মকর্তা সাত সকালে একটা একটি লিঙ্ক পাঠিয়ে Good Morning ...

স্ত্রী নির্যাতন মামলায় এসআই কারাগারে

স্ত্রী নির্যাতন মামলায় এক এসআইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তাকে কারাগারে পাঠানোর  এ নির্দেশ দেন। শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলামের মেয়ে ও সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী লোপাকে বিয়ে করেন এসআই শাহিনুল ইসলাম শাহিন। লোপার পরিবারের অভিযোগ, শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাড়িতে ২২ মে রাতে ২০ লাখ টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে নির্যাতন চালায় স্বামী এসআই শাহিন ও তার পরিবারের লোকজন। ওই ঘটনায় ৫ জুন এসআই শাহিনসহ পরিবারের চার সদস্যকে আসামি করে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

ঝিনাইদহে ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা

ঝিনাইদহে এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ডসহ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির তাদের এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত মনিরুজ্জামান যশোর জেলার চৌগাছা উপজেলার কোমরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় তার কর্মস্থল জননী ডায়াগনস্টিক সেন্টারের মালিক সুধীর বিশ্বাসকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ঔষধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক খান মাসুদুর রহমান ও সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য অফিসার আব্দুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।