বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আজ দেওয়া হচ্ছে ২৪ জুনের টিকিট।
সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। নারী যাত্রীদের ভিড় বেশি থাকায় নারী কাউন্টারের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দুটি করা হয়েছে।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, কোনো রকম কালোবাজারি ছাড়াই টিকিট বিক্রি চলছে। বৃহস্পতিবার ২৪ হাজার ৬০৮টি টিকিট দেওয়া হবে।নারী যাত্রীদের ভিড় বেশি থাকায় নারী কাউন্টারের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দুটি করা হয়েছে। ২৩টি কাউন্টারের মধ্যে নারীদের টিকিট বিক্রি হচ্ছে ১৭ ও ১৮ নং কাউন্টারে।
এদিকে গত দুইদিনের মতো বৃহস্পতিবারও টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। লাইন কাউন্টার ছাড়িয়ে মেইন রোড়ে চলে গেছে।
গতকাল বুধবার দুপুর ১২টায় কাউন্টারে এসে দাঁড়িয়েছেন জামাল। তিনি এসেছেন মুগদা থেকে। জামালপুরের টিকিটের জন্য অপেক্ষা করছেন তিনি। যখন লাইনে দাঁড়িয়েছেন তখন লিস্টে ৫০০ জন ছিল। এখনো তার সামনে ২১ জন আছে। সোনার হরিণ টিকিটের অপেক্ষায় তবুও হাল ছাড়েননি জামাল।
টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। স্টেশনে টিকিট বিক্রির শৃঙ্খলা রক্ষায় রেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে রয়েছে পুলিশ-র্যাব।
Comments
Post a Comment