বাজেটে জাতীয় ন্যূনতম মজুরি ও রাষ্টায়ত্ত্ব খাতের শ্রমিকদের মজুরি কমিশনের ঘোষণা এবং ২০ রোজার মধ্যে শ্রমিকদের বোনাস-বকেয়া পরিশোধ ও রেশন, আবাসন, চিকিৎসাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে শ্রমিক কমর্চারী ঐক্য পরিষদ।
রোববার জাতীয় প্রসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান পরিষদের নেতা-কর্মীরা।
বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক, নাঈম হাসান জুয়েল প্রমুখ।
Comments
Post a Comment