ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল ৯টা থেকে এ চার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
কসবা রেল স্টেশনমাস্টার লুৎফুর রহমান মোল্লা জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া জংশন থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যাবে। তারপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Comments
Post a Comment