Skip to main content

ফ্রেন্ডশিপ জুডোতে বিকেএসপির দুই স্বর্ণ



ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ফ্রেন্ডশিপ জুডো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পাওয়া বিকেএসপির জুডোকারা দেশে ফিরছেন শনিবার।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভুটান ছাড়াও অংশ নিয়েছে নেপালের জুডোকারা। ভারতের অংশ আমন্ত্রিত ছিল, তবে তারা দল পাঠায়নি। নেপাল ও ভুটানের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে খেলে বিকেএসপির শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছেন।

চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন ক্য ক্য মারমা এবং ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন ড সই শিং চৌধুরী কান্তা। রৌপ্য জিতেছেন ৫৭ কেজি ওজন শ্রেণিতে তাহমিদা তাবাচ্ছুম তমা জেরিন এবং ব্রোঞ্জ জিতেছেন আকিব, প্রিয়াংকা ও শরিফুল। দলের ম্যানেজার ছিলেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু এবং কোচ কোচ ফারহানা হালিম।

Comments

Popular posts from this blog

অবৈধ সম্পর্কের শীর্ষে এশিয়ার দেশ থাইল্যান্ড

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কথা উঠলেই সবাই পশ্চিমা বিশ্বের দিকে ইঙ্গিত করেন। এই ধারণা কিছুটা হলেও ভুল। কারণ বিবাহবহির্ভূত অবৈধ সম্পর্কের শীর্ষে এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটির ৫৬ শতাংশ বিবাহিত দম্পতিই অবৈধ সম্পর্ক রাখেন। যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্ট সম্প্রতি এক সমীক্ষায় বিবাহবহির্ভূত সম্পর্কের তালিকার কথা জানিয়েছে। তালিকার শীর্ষ দেশ থাইল্যান্ড হলেও অপর নয়টি দেশ ইউরোপের। শীর্ষ দশে যুক্তরাজ্য থাকলেও যুক্তরাষ্ট্র নেই। বিশ্বের বিভিন্ন দেশের বিবাহিত দম্পতিদের মধ্যে সমীক্ষাটি চালায় দ্য রিচেস্ট ও ম্যাচ ডটকম। সমীক্ষার শীর্ষ দশে যুক্তরাষ্ট্রের স্থান না হওয়া বিষয়ে রিচেস্ট ডটকমের প্রতিবেদনে বলা হয়, ৮০ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক বিবাহবহির্ভূত সম্পর্ককে মানব ক্লোনিং, আত্মহত্যা ও বহুগামিতার চেয়েও খারাপ মনে করেন। তাই যুক্তরাষ্ট্রে একে বলা হয় প্রতারণা। অবৈধ সম্পর্কের তালিকা নিম্নক্রম অনুসারে শীর্ষ দশটি দেশের তালিকা ও তালিকায় স্থান হওয়ার কারণ দেওয়া হলো। ১০. ফিনল্যান্ড : ৩৬ শতাংশ: ২০১০ সালের পর থেকে ফিনল্যান্ডে বিবাহিতদের মধ্যে অবৈধ সম্পর্কের হার দ্রুত বাড়ছে। অনেকের মতে, ফিনল্যান্ডে অনেক সময়...

কড়া নিরাপত্তায় নিজামির দেহ পাবনার পথে

দেশের শীর্ষ যুদ্ধাপরাধী কুখ্যাত আল-বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তাঁদের মরদেহ গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া নেওয়া হচ্ছে।  Click Here রায় কার্যকরের পর রাত ১টা ৩১ মিনিটে নিজামীর মরদেহ ঢাকা থেকে সড়কপথে নেয়া হচ্ছে তাঁর গ্রামের বাড়ি সাঁথিয়ায়। মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সটির আগে-পরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবলয়। এর আগে, এই শীর্ষ যুদ্ধাপরাধীকে মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।   কারাগারের সামনে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে সিনিয়র জেল সুপার বলেন, রাত ১২টা ১ মিনিটেই মতিউর রহমান নিজামীকে ফাাঁসির মঞ্চে তুলে গলায় ফাঁস পরানো হয়। আর এরপর ফাঁসি দিয়ে ঠিক রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু নিশ্চিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলতে হলো সে সময়কার ‘মইত্যা রাজাকার’ নামে পরিচিত নিজামীকে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর সর্বোচ্চ নেতা ছিলেন এই নিজামী। একাত্তরের মুক্তি...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। এবারের জন্মদিনটি আওয়ামী লীগ জাঁকজমকভাবে পালন করবে না। রোহিঙ্গা ইস্যু এবং পরপর বন্যার কারণে দেশের মানুষের কথা বিবেচনা করে এবারের জন্মদিন আড়ম্বর পরিবেশে হবে না বলে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ও রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা হবে। এছাড়া সারা দেশের প্রার্থনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি হাসপাতালে গলব্লাডার অপারেশনের পর সেখানকার আবাসস্থলে বিশ্রামে রয়েছেন। সেখানেই তিনি ঘরোয়া পরিবেশে জন্মদিন কাটাবেন। এর আগেও ২০০৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর প্রতিবছরই শেখ হাসিনার জন্মদিন কাটে দেশের বাইরে। প্...