ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ফ্রেন্ডশিপ জুডো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পাওয়া বিকেএসপির জুডোকারা দেশে ফিরছেন শনিবার।
এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভুটান ছাড়াও অংশ নিয়েছে নেপালের জুডোকারা। ভারতের অংশ আমন্ত্রিত ছিল, তবে তারা দল পাঠায়নি। নেপাল ও ভুটানের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে খেলে বিকেএসপির শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছেন।
চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন ক্য ক্য মারমা এবং ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন ড সই শিং চৌধুরী কান্তা। রৌপ্য জিতেছেন ৫৭ কেজি ওজন শ্রেণিতে তাহমিদা তাবাচ্ছুম তমা জেরিন এবং ব্রোঞ্জ জিতেছেন আকিব, প্রিয়াংকা ও শরিফুল। দলের ম্যানেজার ছিলেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু এবং কোচ কোচ ফারহানা হালিম।
Comments
Post a Comment