সব সমস্যার সমাধান নাকি যোগ। যোগেই পরম শান্তি। গলাকাটার হুমকি দিয়ে বড়সড় আইনী ঝামেলায় পড়ে গেলেন যোগগুরু রামদেব। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হরিয়ানার রোহতকের একটি আদালত।
দুইবার আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল রামদেবকে। কিন্তু তিনি কোর্টে হাজির না হওয়ায় বুধবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ওই আদালত।
২০১৬ সালের ৩ এপ্রিল রোহতকের একটি সভায় রামদেব বলেছিলেন, আইন তার হাতে থাকলে ‘ভারত মাতা কি জয়’ না বলার জন্য লাখ লাভ মানুষের গলা কেটে নিতেন তিনি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালতে মামলা দায়ের হয়।
শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে কাউকে অপমান করার অপরাধে রামদেবকে সমন পাঠিয়েছিল রোহতকের ওই আদালত। কিন্তু সেই সমনকে গুরুত্ব না দিয়েই বিপাকে পড়লেন যোগগুরু।
এই মামলায় অভিযোগকারীদের মধ্যে অন্যতম হরিয়ানার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস নেতা সুভাষ বাতরা জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য রোহতকের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
Comments
Post a Comment