দক্ষিণ ভারতের মুম্বাই শহরের `ভারত দুয়ার` নামে তোরণের নাম বদলানোর দাবি করেছেন স্থানীয় একজন সংসদ সদস্য।
এ তোরণের নাম ব্রিটিশদের দাসত্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে তিনি এর নাম বদলানোর দাবি জানান বলে বৃহস্পতিবার এনডিটিভি খবর দিয়েছে।
রাজ পুরোহিত নামে ওই সংসদ সদস্য বলেন, এই তোরণ ব্রিটিশ দাসত্বের প্রতীক। এর নাম নতুনভাবে দিলে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
সংবাদমাধ্যমকে রাজ পুরোহিত বলেন, আজ আমি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের কাছে লিখিতভাবে এই তোরণের নাম নতুনভাবে নামকরণের প্রস্তাব দিয়েছি। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করবেন বলে আমাকে জানিয়েছেন।
তিনি বলেন, এই তোরণ ব্রিটিশ রাজত্বের সময় প্রথম জাহাজ এখানে আসার স্মৃতি বহন করছে। আমরা শহরের নাম বোম্বে থেকে মুম্বাই করেছি। মালাবার হিলের নাম পরিবর্তন করেছি। ভিক্টোরিয়া টারমিনাসকে ছত্রপতি শিবাজী মহারাজ টারমিনাস নামকরণ করেছি। আমরা যদি এগুলোর নাম পরিবর্তন করতে পারি, তবে ব্রিটিশ দাসত্বের প্রতীক হিসেবে `ভারত দুয়ার`-এর নাম কেন পরিবর্তন করতে পারবো না!
`ভারত দুয়ার` তোরণটি ১৯২৪ সালে নির্মাণ করা হয়। এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি অ্যাপোলো বান্দার ওয়াটারফ্রন্টের কাছে অবস্থিত। ১৯১১ সালে এই তোরণের ভিত্তিপ্রস্ত্তর স্থাপন করা হয়। এর ১৩ বছর পর ১৯২৪ সালে উদ্বোধন হয়। এটি ভারতীয়, আরবীয় এবং পাশ্চাত্যের নির্মাণ শৈলীর পরিচয় বহন করছে।
Comments
Post a Comment