এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা।
শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে।
সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা করা হয়। এরপর গিল্ডের বর্তমান সভাপতি গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক এস এ হক অলিকের সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় সম্মাননা প্রদান।
প্রথমে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার কন্যা দিবা নার্গিস। এরপর নন্দিত অভিনেতা আতাউর রহমান ও অভিনেত্রী শম্পা রেজা সংবর্ধিতদের গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে হাতে সম্মাননা তুলে দেন।
সম্মাননা প্রাপ্তদের তালিকায় রয়েছেন আবদুলাহ আল মামুন (মরণোত্তর), খালিদ মাহমুদ মিঠু (মরণোত্তর), এ কে আজাদ (মরণোত্তর), আমজাদ হোসেন, সৈয়দ হাসান ইমাম, সাইদুল আনাম টুটুল, ম. হামিদ, মোরশেদুল ইসলাম, আবু সাইয়ীদ, শহীদুল হক খান, গোলাম সোহরাব দোদুল, রোকেয়া প্রাচী, জাহিদ হাসান, নুরুল আলম আতিক, শহীদুল আলম সাচ্চু, গিয়াস উদ্দিন সেলিম, মুস্তফা মনোয়ার, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, মাসুম আজিজ ও নাজনীন হাসান চুমকী।
আরো আছেন আবুল হায়াত, সাইফুল ইসলাম বাদল, মুরাদ পাভেজ, মামুনুর রশীদ, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, হানিফ সংকেত, নাসির উদ্দীন ইফসুফ, অনিমেষ আইচ, শহীদুজ্জামান সেলিম, রেদওয়ান রনি, শাহনেওয়াজ কাকলী, গাজী রাকায়েত, মোহাম্মদ হোসেন জেমী, তারিক আনাম খান, রিয়াজুল মাওলা রিজু, সারা যাকের, রেজানুর রহমান প্রমুখ।
Comments
Post a Comment