দ্বিতীয় দিনের মত ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এদিন ২২ জুনের বিভিন্ন গন্তব্যের টিকিট দেয়া হচ্ছে।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে লাইনে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল থেকে অনেকে টিকিটের জন্য বসে আছেন। অনেক টিকিট প্রত্যাশীই এসেছেন সেহরির পর।
আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে যাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন।
১২ জুন প্রথম দিন বিক্রি হয় ২১ জুনের অগ্রিম টিকিট। ১৩ জুন বিক্রি হবে ২২ জুনের, ১৪ জুন বিক্রি হবে ২৩ জুনের, ১৫ জুন বিক্রি হবে ২৪ জুনের ও ১৬ জুন বিক্রি হবে ২৫ জুনের অগ্রিম টিকিট।
টিকিট কালোবাজারি রোধে নেয়া হয়েছে নানা ব্যবস্থা। স্টেশনে টিকিট বিক্রির শৃঙ্খলা রক্ষায় রেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে রয়েছে পুলিশ-র্যাব।
Comments
Post a Comment