ঢাকা মেট্রো পুলিশের কমিশনার আছুদুজ্জামান মিয়া বলেছেন, রমজান মাসে ১৯ দিনে এবার ঢাকাতে কোন ছিনতায় হয়নি। বৃহস্পতিবার গাবতলীর বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, গাবতলীতে কোন যাত্রীকে হয়রানি করা যাবেন এবং ব্লাইং টিকিটও দেয়া যাবে না, আর যদি এই সব কাজে কেউ জরিত থাকে বা পাওয়ায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
এই সময় পুলিশ কমিশনার বলেন, আজ্ঞানপাটির চক্র যেই হোক না কেন যদি এমন ঘটনার সঙ্গে কেউ লিপ্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
এই সময় পুলিশ কমিশনার বলেন, আজ্ঞানপাটির চক্র যেই হোক না কেন যদি এমন ঘটনার সঙ্গে কেউ লিপ্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, গাবতলীর অবস্থা আর আগের সময়ের মতো নাই। এখন আর কেউ যাত্রীদের নিয়ে টানা টানি করে না। এখন গাবতলী বাস টার্মিনাল আগে থেকে অনেক উন্নত। এখন মানুষ ইচ্ছা করলে বাস কাউন্টারে অথবা বাসায় বসে অনলাইনের মাধ্যমে যাত্রীরা টিকিট কিনে নিতে পারে।
যার ফলে যাত্রীদের কোন সমস্যা হয় না। আর বতর্মানে বাংলাদেশ পুলিশ অত্যান্ত সচেতন এই সচেতনতার কারণে বিভিন্ন অপরাধকারীরা সতর্কতার সঙ্গে আছে।
বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনালে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ ফারুক তালুকদার সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ট্রাফিক আতিরিক্ত পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহম্মেদ, জয়েন কমিশনার ট্রাফিক উত্তর বিপিএম আব্দুল রাজ্জাক, অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল ইসলাম প্রমুখ।
Comments
Post a Comment