র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদ ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সব স্থানে নিরাপত্তা ক্যাম্প করা হয়েছে। বিশেষ করে রেলওয়ে স্টেশনে, বাস স্টেশনে, শপিং সেন্টার, লঞ্চ ঘাটে অস্থায়ী নিরাপত্তা ক্যাম্প রয়েছে। এছাড়া নগরবাসীর নিরাপত্তায় রয়েছে টহলফোর্স।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন র্যাবের ডিজি। সরেজমিন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, রেল স্টেশনে কালোবাজারি, চোরাকারবারি যাতে না হয় সে বিষয়ে সজাগ রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ঈদের ছুটির মধ্যে নগরীর আবাসিক এলাকাগুলোয় থাকবে আমাদের বিশেষ নজরদারী। এ সময় সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে র্যাব মহাপরিচালক বলেন, বনানীর সম্প্রতি অপহরণের ঘটনা আমরা খতিয়ে দেখছি, তদন্তে বের হবে আসল ঘটনা।
Comments
Post a Comment