সৌদি আরবে বোমা বিস্ফোরণে এক মেজর নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার সকালে দেশটির কাটাফ প্রদেশে এই ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতে জানানো হয়, পেট্রোলিং ডিউটি করার সময় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় মেজর তারিক আল-আলাকি নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হয়। যাদের অবস্থা আশংকাজনক। তাতে আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছে।
প্রসঙ্গত, এই বিস্ফোরণের দায় কোন জঙ্গি সংগঠন স্বীকার করে নাই।
Comments
Post a Comment