সোমবার দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীবাসীর জনজীবন। রাত বাড়লেও কাটেনি সেই দুর্ভোগের রেশ। বৃষ্টির সঙ্গে সোমবারের যানজট সাম্প্রতিক দুর্ভোগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে পরিবহনগুলোকে। রাত ১০টার পর আবার দেখা দিয়েছে গাড়ির সংকট।
টানা বৃষ্টির কারণে রাস্তায় পানি জমায় বাসা থেকে নেমে হাঁটার পথও খুঁজে পাচ্ছেন না রাজধানীবাসী। সকালে বৃষ্টি মাথায় নিয়ে বের হওয়া নগর বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহায়ে বাসায় ফিরতে হচ্ছে।
এদিন রাতে প্রেসক্লাবের সামনে বাসের জন্য অপেক্ষা করা আবেদ রহমান নতুন সময়কে বলেন, সাড়ে ছয়টায় মতিঝিল থেকে বাসে উঠেছি। ৮টা বাজতে চললো। কখন বাসায় যাবো। অন্য সময় ৩০ মিনিটে অন্তত শাহবাগ পার হতাম।
পল্টন মোড়ে কথা হয় বিহঙ্গ পরিবহনের চালক হুমায়ূনের সঙ্গে। তিনি বলেন, ইফতারের পর রওনা দিয়েছি। ৯টা বাজতে চললো। এখনো সদরঘাট পৌঁছাতে পারলাম না।
মতিঝিল সেনা কল্যাণ ভবনে কাজ করেন আব্দুল্লাহ আল মামুন। স্টোরকিপারের দায়িত্বে থাকা এই কর্মজীবী যাবেন বনানী। তার সঙ্গে মৌচাক মাকেটের সামনে কথা হয় নতুন সময়ের। তিনি বলেন, ভাই আজকের অবস্থা বললেন না। সকালে খুব ঝামেলা পার করে অফিস করেছি। চিন্তা করলাম বাসায় ইফতার করবো। কিন্তু ইফতার বাসায় হলো না। সময় মতো বাড়ি ফিরতেও পারছি না।
ফার্মগেট থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তায় যথেষ্ট পানি জমে রয়েছে।
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রোববার রাত থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে সোমবার সন্ধা ৬টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ঢাকায় ১৩৩ মিমি বৃষ্টি হয়েছে।
রাজধানীর অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে সাধারণত ৩০ মিমি বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। সেখানে ১৩৩ মিমি বৃষ্টিতে কী অবস্থা তা বলার অপেক্ষা রাখে না। নিচু এলাকা বিশেষত পুরান ঢাকার বাসিন্দারা ঘর থেকেও বের হতে পারছেন না।
জুরাইন কবরস্থান সংলগ্ন এলাকায় থাকেন কামরুল ইসলাম। তিনি মুঠোফোনে নতুন সময়কে বলেন, আমাদের তিনতলা বাড়ি। আমরা দোতলায় থাকি। টানা বৃষ্টির কারণে নিচতলায় পানি উঠেছে। নিচতলার বাড়াটিয়ারা আমাদের এখানে এসে পড়েছেন। সন্ধ্যায় বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু রাস্তায় পানি জমায় বের হতে পারছি না।
আলম মার্কেটের সামনে কথা হয় আবুল মিয়ার সঙ্গে। ফরিদাবাদ থাকা এই কর্মজীবী বলেন, একজনের কাছে টাকা পেতাম। তা আনতে গ্যাসপাইপ এলাকায় যাওয়ার কথা ছিল। রওনাও দিয়েছিলাম। কিন্তু ওই রাস্তার অবস্থা দেখে ফিরে এলাম। হাঁটুর ওপরে পানি জমে আছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
Comments
Post a Comment