নগ্নতাকে ইতিবাচক এবং এর গ্রহণযোগ্যতা দিতে শত শত মডেল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নগ্ন হয়ে হেঁটে তোলপাড় সৃষ্টি করেছেন।
নিজেদের নগ্ন শরীরে বিভিন্ন স্লোগান লিখে শুক্রবার টাইমস স্কয়ারে হেঁটেছেন অন্তত ২০০ নারী ও পুরুষ মডেল।
নিউইয়র্ক সিটির শিল্পী অ্যান্ডি গোলাবের সর্বশেষ প্রদর্শনীর অংশ হিসেবে এসব মডেল নগ্নশরীরে এ পদযাত্রা করেন। এ সময় শরীরে বিভিন্ন ধরনের স্লোগান লিখে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। এসব লেখা ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।
মডেলদের এই পদযাত্রা নিরাপদ রাখতে সিটি পুলিশ তাদের পাহারা দিয়ে রাখে।এই নগ্নপদযাত্রার নাম শিরোনাম দেওয়া হয়, `দ্য বডি নোটস` (শরীরে লেখা নোট)। এই পদযাত্রাকে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনোত্তর `সাবওয়ে থেরাপি`র অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন প্রদর্শনীর শিল্পী অ্যান্ডি গোলাব।
দুইশ মডেল চারঘণ্টা ধরে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে অবস্থান নেন। হেঁটে বেড়ান। ফটোগ্রাফি করেন।শিল্পী গোলাব বলেন, `বডি নোটস` প্রদর্শনীর মাধ্যমে একটি ইতিবাচক বার্তা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনোত্তর শিল্পী ম্যাথিউ লিভি শ্যাভেজ `সাবওয়ে থেরাপি` হিসেবে ইউনিয়ন স্কয়ার সাবস্টেশনে কিছু বার্তা লিখেছিলেন। সেই শিল্পকর্মে অনুপ্রাণিত হয়েই দুইশ মডেল নিউইয়র্ক সিটিতে নগ্নশরীরে হেঁটেছেন। ওই সময় কমিউটার যাত্রীরা নির্বাচনের পর ওই শিল্পীর লেখাগুলো সাবওয়েতে লেখাগুলো যেভাবে পড়েছিলেন, ঠিক সেই লেখাগুলোই মডেলরা নিজেদের শরীরে লিখে সাধারণ মানুষকে ইতিবাচক বার্তা দিতে চেয়েছেন।এই সব মডেলরা নিজেদের নগ্নশরীরে স্লোগান হিসেবে লিখেছিলেন, `আর্ট ইজ ফ্রি` (মুক্তচিত্র শিল্প), `ফ্রেন্ডস মেক দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড` (হে বন্ধু, পৃথিবীকে নিজেদের বৃত্ত মনে করি), `আস্ক মি হোয়াই আই লাভ মাই বডি` (আমাকে জিজ্ঞাসা করুন, কেন আমি আমার শরীরকে ভালোবাসি) ইত্যাদি।
দ্য মেইল অনলাইন জানাচ্ছে, নগ্ন মডেলরা তিনঘণ্টা ধরে নিজেদের শরীরে বিভিন্ন স্লোগান লিখেছেন। একঘণ্টা ধরে টাইম স্কয়ারে ফটোগ্রাফি করেছেন।
এ সময় তাদের চারপাশে সতর্কবার্তাও লিখে রাখা হয়েছিল। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, এখানে আপনাদের নগ্নতা দেখতে হবে।শিল্পী গোলাব সংবাদমাধ্যমকে জানান, নগ্নতাকে ইতিবাচক হিসেবে এবং ২০১৬ সালের নির্বাচনোত্তর এক শিল্পীর সাবওয়েতে লেখা বিভ্ন্নি স্লোগানে অনুপ্রাণিত হয়ে এই নগ্নশরীর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতিবাচক চিন্তা মানুষকে ইতিবাচক হিসেবে গড়ে তোলে।
মডেলরা মুক্তচিন্তার বিচার হিসেবে এই স্লোগান নিজেদের নগ্নশরীরে লিখে প্রদর্শন করেন বলে দ্য মেইল অনলাইন জানায়।
Comments
Post a Comment