Skip to main content

Posts

Showing posts from June, 2017

যাত্রীদের হয়রানি করা যাবেন : আছুদুজ্জামান মিয়া

ঢাকা মেট্রো পুলিশের কমিশনার আছুদুজ্জামান মিয়া বলেছেন, রমজান মাসে ১৯ দিনে এবার ঢাকাতে কোন ছিনতায় হয়নি। বৃহস্পতিবার গাবতলীর বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, গাবতলীতে কোন যাত্রীকে হয়রানি করা যাবেন এবং ব্লাইং টিকিটও দেয়া যাবে না, আর যদি এই সব কাজে কেউ জরিত থাকে বা পাওয়ায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। এই সময় পুলিশ কমিশনার বলেন, আজ্ঞানপাটির চক্র যেই হোক না কেন যদি এমন ঘটনার সঙ্গে কেউ লিপ্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, গাবতলীর অবস্থা আর আগের সময়ের মতো নাই। এখন আর কেউ যাত্রীদের নিয়ে টানা টানি করে না। এখন গাবতলী বাস টার্মিনাল আগে থেকে অনেক উন্নত। এখন মানুষ ইচ্ছা করলে বাস কাউন্টারে অথবা বাসায় বসে অনলাইনের মাধ্যমে যাত্রীরা টিকিট কিনে নিতে পারে। যার ফলে যাত্রীদের কোন সমস্যা হয় না। আর বতর্মানে বাংলাদেশ পুলিশ অত্যান্ত সচেতন এই সচেতনতার কারণে বিভিন্ন অপরাধকারীরা সতর্কতার সঙ্গে আছে। বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনালে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশ...

মুম্বাইয়ের ভারত দুয়ারের নাম বদলানোর দাবি

দক্ষিণ ভারতের মুম্বাই শহরের `ভারত দুয়ার` নামে তোরণের নাম বদলানোর দাবি করেছেন স্থানীয় একজন সংসদ সদস্য। এ তোরণের নাম ব্রিটিশদের দাসত্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে তিনি এর নাম বদলানোর দাবি জানান বলে বৃহস্পতিবার এনডিটিভি খবর দিয়েছে। রাজ পুরোহিত নামে ওই সংসদ সদস্য বলেন, এই তোরণ ব্রিটিশ দাসত্বের প্রতীক। এর নাম নতুনভাবে দিলে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। সংবাদমাধ্যমকে রাজ পুরোহিত বলেন, আজ আমি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের কাছে লিখিতভাবে এই তোরণের নাম নতুনভাবে নামকরণের প্রস্তাব দিয়েছি। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করবেন বলে আমাকে জানিয়েছেন। তিনি বলেন, এই তোরণ ব্রিটিশ রাজত্বের সময় প্রথম জাহাজ এখানে আসার স্মৃতি বহন করছে। আমরা শহরের নাম বোম্বে থেকে মুম্বাই করেছি। মালাবার হিলের নাম পরিবর্তন করেছি। ভিক্টোরিয়া টারমিনাসকে ছত্রপতি শিবাজী মহারাজ টারমিনাস নামকরণ করেছি। আমরা যদি এগুলোর নাম পরিবর্তন করতে পারি, তবে ব্রিটিশ দাসত্বের প্রতীক হিসেবে `ভারত দুয়ার`-এর নাম কেন পরিবর্তন করতে পারবো না! `ভারত দুয়ার` তোরণটি ১৯২৪ সালে নির্মাণ করা হয়। এটি এখন একটি জনপ্রি...

ঈদ ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদ ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সব স্থানে নিরাপত্তা ক্যাম্প করা হয়েছে। বিশেষ করে রেলওয়ে স্টেশনে, বাস স্টেশনে, শপিং সেন্টার, লঞ্চ ঘাটে অস্থায়ী নিরাপত্তা ক্যাম্প রয়েছে। এছাড়া নগরবাসীর নিরাপত্তায় রয়েছে টহলফোর্স।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন র‌্যাবের ডিজি। সরেজমিন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, রেল স্টেশনে কালোবাজারি, চোরাকারবারি যাতে না হয় সে বিষয়ে সজাগ রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। ঈদের ছুটির মধ্যে নগরীর আবাসিক এলাকাগুলোয় থাকবে আমাদের বিশেষ নজরদারী। এ সময় সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে র‌্যাব মহাপরিচালক বলেন, বনানীর সম্প্রতি অপহরণের ঘটনা আমরা খতিয়ে দেখছি, তদন্তে বের হবে আসল ঘটনা।

রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

সব সমস্যার সমাধান নাকি যোগ। যোগেই পরম শান্তি। গলাকাটার হুমকি দিয়ে বড়সড় আইনী ঝামেলায় পড়ে গেলেন যোগগুরু রামদেব। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হরিয়ানার রোহতকের একটি আদালত। দুইবার আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল রামদেবকে। কিন্তু তিনি কোর্টে হাজির না হওয়ায় বুধবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ওই আদালত। ২০১৬ সালের ৩ এপ্রিল রোহতকের একটি সভায় রামদেব বলেছিলেন, আইন তার হাতে থাকলে ‘ভারত মাতা কি জয়’ না বলার জন্য লাখ লাভ মানুষের গলা কেটে নিতেন তিনি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালতে মামলা দায়ের হয়। শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে কাউকে অপমান করার অপরাধে রামদেবকে সমন পাঠিয়েছিল রোহতকের ওই আদালত। কিন্তু সেই সমনকে গুরুত্ব না দিয়েই বিপাকে পড়লেন যোগগুরু। এই মামলায় অভিযোগকারীদের মধ্যে অন্যতম হরিয়ানার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস নেতা সুভাষ বাতরা জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য রোহতকের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রথম আধঘণ্টা

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। র‍্যাঙ্কিংয়ের বিচারে সেমিফাইনালে ভারত ফেভারিট। তবে দলের জয়ের বিষয়েও আশাবাদী বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।  দুই দেশ এ পর্যন্ত ৩২টি একদিনে ম্যাচে (ওয়ানডে) মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২৬টিতে জয় পেয়েছে ভারত। কিন্তু বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফমেন্স অনেকটাই আশার সঞ্চার করেছে সমর্থকদের মাঝে। কিন্তু দলীয় শক্তির বিচারে কে কতটা এগিয়ে আছে- এমন প্রশ্নে ভারতের ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন, ‘বাংলাদেশ গত দুই বছরে যেভাবে উন্নতি করেছে, তাতে ম্যাচটি কঠিন হবে।’ তিনি বলেন, ‘ভারত ফেভারিট হিসেবে এগিয়ে। কারণ দলটি আগে বহু আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি নতুন, কারণ আগে তারা কখনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেনি।’ তিনি আরো বলেন, ‘কিন্তু দুই বছরে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে, তাতে সব মিলিয়ে আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। যদিও ভারত কিঞ্চিৎ এগিয়...

দুই কাউন্টারে টিকিট পাচ্ছেন নারীরা

বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আজ দেওয়া হচ্ছে ২৪ জুনের টিকিট।  সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। নারী যাত্রীদের ভিড় বেশি থাকায় নারী কাউন্টারের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দুটি করা হয়েছে। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, কোনো রকম কালোবাজারি ছাড়াই টিকিট বিক্রি চলছে। বৃহস্পতিবার ২৪ হাজার ৬০৮টি টিকিট দেওয়া হবে।নারী যাত্রীদের ভিড় বেশি থাকায় নারী কাউন্টারের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দুটি করা হয়েছে। ২৩টি কাউন্টারের মধ্যে নারীদের টিকিট বিক্রি হচ্ছে ১৭ ও ১৮ নং কাউন্টারে। এদিকে গত দুইদিনের মতো বৃহস্পতিবারও টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। লাইন কাউন্টার ছাড়িয়ে মেইন রোড়ে চলে গেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় কাউন্টারে এসে দাঁড়িয়েছেন জামাল। তিনি এসেছেন মুগদা থেকে। জামালপুরের টিকিটের জন্য অপেক্ষা করছেন তিনি। যখন লাইনে দাঁড়িয়েছেন তখন লিস্টে ৫০০ জন ছিল। এখনো তার সামনে ২১ জন আছে। সোনার হরিণ টিকিটের অপেক্ষায় তবুও হাল ছাড়েননি জামাল।    টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। স্টে...

উইম্বলডনের আশায় বিশ্রামে নাদাল

বয়সে একত্রিশকেও ছাড়িয়ে গেছেন রাফায়েল নাদাল। কিন্তু ক্যারিয়ারের গোধূলিবেলায় উড়ছেন স্পেনের এই টেনিস তারকা। দুর্দান্ত খেলেই মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নেন তিনি। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের কাছে মেলবোর্নের শিরোপা হাতছাড়া করে ফেলেন নাদাল। তবে সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনের শিরোপা মিস করেননি তিনি। সুইজারল্যান্ডের স্টানিস্লাস ভাবরিঙ্কাকে হারিয়ে প্যারিসের এই টুর্নামেন্টের দশম শিরোপা জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়েন নাদাল। সেইসঙ্গে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের দশম শিরোপা জয়ের স্বাদ পান তিনি। স্প্যানিশ টেনিস তারকার লক্ষ্য এখন উইম্বলডন। তাই তো আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া অ্যাগন চ্যাম্পিয়নশিপে খেলছেন না নাদাল। মূলত উইম্বলডনের জন্য প্রস্তুত হতেই এই সময়টাতে বিশ্রামে থাকতে চান বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। তবে কুইন্সের এই টুর্নামেন্টে খেলতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন নাদাল। এ প্রসঙ্গে তার ফেসবুক পেজে রাফায়েল নাদাল বলেন, ‘আগামী সপ্তাহে কুইন্সে খেলতে যেতে পা...

দিনভর বৃষ্টি রাতেও কাটেনি দুর্ভোগ

সোমবার দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীবাসীর জনজীবন। রাত বাড়লেও কাটেনি সেই দুর্ভোগের রেশ। বৃষ্টির সঙ্গে সোমবারের যানজট সাম্প্রতিক দুর্ভোগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে পরিবহনগুলোকে। রাত ১০টার পর আবার দেখা দিয়েছে গাড়ির সংকট। টানা বৃষ্টির কারণে রাস্তায় পানি জমায় বাসা থেকে নেমে হাঁটার পথও খুঁজে পাচ্ছেন না রাজধানীবাসী। সকালে বৃষ্টি মাথায় নিয়ে বের হওয়া নগর বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহায়ে বাসায় ফিরতে হচ্ছে। এদিন রাতে প্রেসক্লাবের সামনে বাসের জন্য অপেক্ষা করা আবেদ রহমান নতুন সময়কে বলেন, সাড়ে ছয়টায় মতিঝিল থেকে বাসে উঠেছি। ৮টা বাজতে চললো। কখন বাসায় যাবো। অন্য সময় ৩০ মিনিটে অন্তত শাহবাগ পার হতাম। পল্টন মোড়ে কথা হয় বিহঙ্গ পরিবহনের চালক হুমায়ূনের সঙ্গে। তিনি বলেন, ইফতারের পর রওনা দিয়েছি। ৯টা বাজতে চললো। এখনো সদরঘাট পৌঁছাতে পারলাম না। মতিঝিল সেনা কল্যাণ ভবনে কাজ করেন আব্দুল্লাহ আল মামুন। স্টোরকিপারের দায়িত্বে থাকা এই কর্মজীবী যাবেন বনানী। তার সঙ্গে মৌচাক মাকেটের সামনে কথা হয় নতুন সময়ের। তিনি বলেন, ভাই আজকের অবস্থা বললেন না। সকালে খুব ঝ...

দ্বিতীয় দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দ্বিতীয় দিনের মত ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এদিন ২২ জুনের বিভিন্ন গন্তব্যের টিকিট দেয়া হচ্ছে।  রাজধানীর কমলাপুর রেলস্টেশনে লাইনে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল থেকে অনেকে টিকিটের জন্য বসে আছেন। অনেক টিকিট প্রত্যাশীই এসেছেন সেহরির পর। আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে যাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন।  ১২ জুন প্রথম দিন বিক্রি হয় ২১ জুনের অগ্রিম টিকিট। ১৩ জুন বিক্রি হবে ২২ জুনের, ১৪ জুন বিক্রি হবে ২৩ জুনের, ১৫ জুন বিক্রি হবে ২৪ জুনের ও ১৬ জুন বিক্রি হবে ২৫ জুনের অগ্রিম টিকিট। টিকিট কালোবাজারি রোধে নেয়া হয়েছে নানা ব্যবস্থা। স্টেশনে টিকিট বিক্রির শৃঙ্খলা রক্ষায় রেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে রয়েছে পুলিশ-র‌্যাব।

চাঁপাইয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহালাল (২৫)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল জানান, রোববার রাত আড়াইটার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী রোকনপুর সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় শাহালাল ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে বিজিবির কারও সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের করে পাওয়া যায়নি।

সৈাদি আরবে বোমা বিস্ফোরণে মেজর নিহত

সৌদি আরবে বোমা বিস্ফোরণে এক মেজর নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার সকালে দেশটির কাটাফ প্রদেশে এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতে জানানো হয়, পেট্রোলিং ডিউটি করার সময় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় মেজর তারিক আল-আলাকি নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হয়। যাদের অবস্থা আশংকাজনক। তাতে আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছে। প্রসঙ্গত, এই বিস্ফোরণের দায় কোন জঙ্গি সংগঠন স্বীকার করে নাই।

তানোরে জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে দাঙ্গাপাড়া গ্রামে জঙ্গি আস্তানার আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। লাল নিশান দিয়ে আশপাশে অবস্থান নিয়েছে পুলিশ। রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা এ তথ্য জানিয়েছেন। এর আগে ওই বাড়ি থেকে একই পরিবারের ১২ জনকে আটক করে পুলিশ। বাড়িটি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই বাড়িতে দুটি সুইসাইডাল ভেস্ট ও অস্ত্র রয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর অভিযান চালানো হবে। আটকের ব্যাপারে পুলিশ সুপার বলেছেন, জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিআইডব্লিউটিএর নির্দেশে এ লঞ্চ চলাচল বন্ধ করে দেন মালিকরা। একই কারণে ফেরি চলাচলও বিঘ্নিত হচ্ছে। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুর রহমান জানান, সকাল থেকেই নদী এলাকায় বৃষ্টিসহ বাতাস বইছে। এ কারণে প্রথমে ছোট লঞ্চগুলো বন্ধ রাখা হয়। এক পর্যায়ে ঢেউয়ের মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ভালো হলেই পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি। এদিকে বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচলও বিঘ্নিত হচ্ছে। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৃষ্টি ও বাতাসের কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। ফলে নদীর দুই প্রান্তে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

ফ্রেন্ডশিপ জুডোতে বিকেএসপির দুই স্বর্ণ

ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ফ্রেন্ডশিপ জুডো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পাওয়া বিকেএসপির জুডোকারা দেশে ফিরছেন শনিবার। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভুটান ছাড়াও অংশ নিয়েছে নেপালের জুডোকারা। ভারতের অংশ আমন্ত্রিত ছিল, তবে তারা দল পাঠায়নি। নেপাল ও ভুটানের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে খেলে বিকেএসপির শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছেন। চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন ক্য ক্য মারমা এবং ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন ড সই শিং চৌধুরী কান্তা। রৌপ্য জিতেছেন ৫৭ কেজি ওজন শ্রেণিতে তাহমিদা তাবাচ্ছুম তমা জেরিন এবং ব্রোঞ্জ জিতেছেন আকিব, প্রিয়াংকা ও শরিফুল। দলের ম্যানেজার ছিলেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু এবং কোচ কোচ ফারহানা হালিম।

অসহিষ্ণুতার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে

ভারতে অসহিষ্ণুতার অভিযোগ উঠেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ এবং কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি এই তিনটি বিষয়েই মোদী সরকারকে অস্বস্তির মুখে পড়তে হয়েছে। বোরবারে ভারতের কেরালার আন্তর্জাতিক তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে এই তিনটি বিষয়ের উপর ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রনালয়। কোনও কারণ না দেখিয়েই ছাড়পত্র দিতে অস্বীকার করেছে মন্ত্রনালয়। জেএনইউ বা রোহিত ভেমুলা কাণ্ড যে সরকারের কাছে এখনও স্পর্শকাতর, তা এ বিষয়ে ছবি প্রদর্শনে আপত্তিতেই আবারো স্পষ্ট হয়ে উঠেছে। উৎসবের উদ্যোক্তারা সাংস্কৃতিক জরুরি অবস্থার অভিযোগ তুলেছেন। কংগ্রেস মুখপাত্র সন্দীপ দীক্ষিত বলেন, ‘যে ভাবে এই সব ছবি নিয়ে আপত্তি তোলা হচ্ছে, তাতে স্পষ্ট বিজেপি আরএসএস সামন্ততান্ত্রিক, জাতিবিদ্বেষী মনোভাব নিয়ে চলেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এই বিষয়কে সমর্থন করছে।’ সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, ‘একটি চলচ্চিত্র উৎসবে কী ছবি দেখানো হবে, তা নিয়েও বিজেপি সরকার ভয়...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায়জুড়ে যানজট লক্ষ্য করা গেছে। মহাসড়ক দিয়ে টাঙ্গাইলের দিকে যানবাহন চলছে। তবে ঢাকার দিকে প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন থমকে আছে। মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক শাহাদত হোসেন বলেন, রোববার রাত থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে মহাসড়কে যানবাহনের গতি খুবই কম ছিল। চন্দ্রা থেকে ঢাকার দিকে যানবাহন ঠিকমতো চলতে পারছিল না। এ জন্য যানজট লাগে। মির্জাপুরের ট্রাফিক পুলিশ জানায়, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বায়েজিদ ও পাঁচলাইশ থানার দুটি আবাসিক স্থাপনায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহরের সরঞ্জামসহ ১২ হাজার ১৭৭টি সিমউদ্ধার করেছে র‌্যাব। সেই সঙ্গে দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের (বিটিআরসি) মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স ইউংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিটিআরসি ও র‌্যাবের পরিচালিত যৌথ অভিযানে ১২ হাজার ১৭৭টি সিম ও এক কোটি টাকা সমমূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জ্জজ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে দুটি স্থাপনা থেকে টেলিটকের ৮ হাজার ৩৯৯টি, এয়ারটেলের ৩ হাজার ৬৯০টি, গ্রামীণফোনের ৩৩টি, রবির ২০টিএবং বাংলালিংকের ৩৫টি সিম উদ্ধার করা হয়েছে। এছাড়াও অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত ১৯টি সিমবক্স গেটওয়ে, চারটি ল্যাপটপ, ১৬টি থ্রিজি মডেম, ১৬টি ইথারনেট সুইচ, সাতটি ডেক্সটপ, ৩২২টি জিএসএম আউটডোর অ্যান্টেনাসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এ বিষয়ে বায়েজিদ ও পাঁচলাইশ থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের নিয়ন্ত্রণ আইন ২০০...

সরকার গঠনে বিপাকে মে

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেশি আসন পাওয়ার পরও দুশ্চিন্তা কাটছে না টেরিজা মের।পরিকল্পনামাফিক এগোতে গিয়ে প্রথম থেকেই ধাক্কা খেতে হচ্ছে তার দল কনজারভেটিভ পার্টিকে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট বেধে সরকার গড়ার পরিকল্পনা করলেও এই জোট কতটা সফল হবে, তা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে টেরিজার দল কনজারভেটিভ পার্টির মধ্যে। রাজনীতিকদের একাংশ বলছে, ব্রেক্সিট থেকে সমকামী আইনে মতের পার্থক্যে দ্বন্দ্ব বাধতে পারে অনেক জায়গাতেই। তবে হাত গুটিয়ে বসে নেই জেরেমি করবিনও। হাউস অব কমন্সে আসন বাড়িয়ে লেবার নেতার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সাধারণ নির্বাচনে দলের দুরন্ত ফলাফলের পরেই জানিয়েছেন, দেশকে নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। পার্লামেন্টের অন্য দলগুলিকেও সরকার গঠনে বিরোধিতার পথে হাটার ডাক দিয়েছেন তিনি। রোববারে একটি সাক্ষাৎকারে করবিন বলেছেন, ‘এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আবারো দেশে নির্বাচন হতে পারে। এই রকম চরম অস্থিরতার মধ্য দিয়ে আমরা বেশি দিন চলতে পারব না।’ এ দিকে, ১০ ডাউনিং স্ট্রিট ও ডিইউপি রোববার জানিয়েছে, সরকার গঠনের...

সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল ২৬ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত। রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ২৬ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৪৮ বারের মতো পেছাল।  মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। মামলার অপর আসামিরা হলেন-বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিবার রিমান্ডে নেওয়া হলেও তাদের মধ্যে কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেনি। উল্লেখ্য, ২০১২ সালের বছর ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। ...

ডিবিএইচের করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

পূর্বঘোষণা অনুসারে বাজারদরে ১০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফিন্যান্স করপোরেশন লিমিটেডের করপোরেট উদ্যোক্তা এইচডিএফসি ইনভেস্টমেন্টস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সার্বজনীন হিসাব বছরের বাধ্যবাধকতায় এবার ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের নিরীক্ষিত ফল প্রকাশ করেছে কোম্পানিটি। এ সময়ের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। সম্প্রতি বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদন করেছেন শেয়ারহোল্ডররা। ২০১৬ সালের জুলাই-ডিসেম্বর সময়ে ডিবিএইচের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৭১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৩৬ পয়সা (বোনাস শেয়ার সমন্বয়ের পর)। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৪৭ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩ টাকা ৩ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি, আগর বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৬১ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৫০ পয়সায়।

পাবনায় ডালের বাম্পার ফলন

‘বারি মাস-৩’ জাতের ডাল চাষ করে সফল হয়েছেন পাবনার আটঘরিয়ার বাইওখোলা গ্রামের কৃষক। এই ডাল চাষের প্রযুক্তি সারাদেশে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছেন কৃষি গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা। দেশে ডালের চাহিদার উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট ডাল উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছে। এরই ধারাবাহিকতায় ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে সরেজমিন গবেষণা বিভাগ পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বাওইখোলা গ্রামে একশ’ ২৫ বিঘা জমিতে বারি মাস-৩ ডাল চাষ করে। বারি মাস-তিন জাতটি উচ্চফলনশীল, রোগবালাই প্রতিরোধ ও বৃষ্টি সহিষ্ণু হওয়ায় এর ফলন নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। বারি মাসতিন জাতের ডাল চাষ করে সাফল্যের আশাবাদি কৃষক।

২০ রোজার মধ্যে বেতন-বোনাসের দাবি

বাজেটে জাতীয় ন্যূনতম মজুরি ও রাষ্টায়ত্ত্ব খাতের শ্রমিকদের মজুরি কমিশনের ঘোষণা এবং ২০ রোজার মধ্যে শ্রমিকদের বোনাস-বকেয়া পরিশোধ ও রেশন, আবাসন, চিকিৎসাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত  করার দাবি জানিয়েছে শ্রমিক কমর্চারী ঐক্য পরিষদ। রোববার জাতীয় প্রসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান পরিষদের নেতা-কর্মীরা। বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, বাংলাদেশ  পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক, নাঈম হাসান জুয়েল প্রমুখ।

গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টরস গিল্ড

এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল ডিরেক্টরস গিল্ড। নির্মাণের সঙ্গে জড়িত নানা গুণীজনদের উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেয়ার জন্য প্রথমবারের মতো এমন আয়োজন করে নাট্য নির্মাতাদের এই সংগঠন।মূলত এই সংগঠনের সদস্য যারা একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান শেষে সবাইকে নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডিরেক্টরস গিল্ডের প্রয়াত সদস্যদের প্রতি ...

শত মডেলের নগ্নযাত্রা

নগ্নতাকে ইতিবাচক এবং এর গ্রহণযোগ্যতা দিতে শত শত মডেল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নগ্ন হয়ে হেঁটে তোলপাড় সৃষ্টি করেছেন। নিজেদের নগ্ন শরীরে বিভিন্ন স্লোগান লিখে শুক্রবার টাইমস স্কয়ারে হেঁটেছেন অন্তত ২০০ নারী ও পুরুষ মডেল। নিউইয়র্ক সিটির শিল্পী অ্যান্ডি গোলাবের সর্বশেষ প্রদর্শনীর অংশ হিসেবে এসব মডেল নগ্নশরীরে এ পদযাত্রা করেন। এ সময় শরীরে বিভিন্ন ধরনের স্লোগান লিখে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। এসব লেখা ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। মডেলদের এই পদযাত্রা নিরাপদ রাখতে সিটি পুলিশ তাদের পাহারা দিয়ে রাখে।এই নগ্নপদযাত্রার নাম শিরোনাম দেওয়া হয়, `দ্য বডি নোটস` (শরীরে লেখা নোট)। এই পদযাত্রাকে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনোত্তর `সাবওয়ে থেরাপি`র অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন প্রদর্শনীর শিল্পী অ্যান্ডি গোলাব। দুইশ মডেল চারঘণ্টা ধরে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে অবস্থান নেন। হেঁটে বেড়ান। ফটোগ্রাফি করেন।শিল্পী গোলাব বলেন, `বডি নোটস` প্রদর্শনীর মাধ্যমে একটি ইতিবাচক বার্তা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনোত্তর শিল্পী ম্যাথিউ লিভি শ্যাভেজ `...

নতুন করে বিতর্কে জড়ালেন আমিশা

সোশ্যাল মিডিয়ায় জনসেবার ছবি পোস্ট করে বিতর্কে ছড়িয়েছেন আমিশা প্যাটেল। ৬ জুন ছিল এই অভিনেত্রীর জন্মদিন। ওইদিন তিনি খাবার বিতরণ করেন আর্থিকভাবে অস্বচ্ছলদের মধ্যে। খাবার বিতরণের সেই ছবি ঢাকঢোল পিটিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি। লিখেছেন, গরিবদের খাবার দিতে পেরে খুব আনন্দ হচ্ছে। ফলে অনেকেই প্রশ্ন করেছেন, উপার্জন কারও কম হতে পারে কিন্তু তার থেকে অস্বচ্ছল হওয়ার মানে কেউ দরিদ্র হয়ে যায় কিনা। তারপর যেভাবে তিনি ক্যামেরার সামনে দান খয়রাত করেছেন, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে।

ঈদে জমে উঠছে পুলিশ প্লাজা

ঢাকার গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ক্রমশ ভিড় বাড়ছে ক্রেতাদের। ক্রেতারা তাদের পোশাক, জুতা, ব্যাগ, কসমেটিক, ঘড়ি ও গহনাসহ ঘর সাজানোর উপকরণ কিনতে ভিড় করছেন এখানে। রোজার শুরু থেকে মার্কেটে চলছে ঈদের প্রস্তুতি। ক্রেতারা রোজার প্রথম থেকে শুরু করেছেন কেনাকাটা। ক্রেতাদের পছন্দকে এক ছাদের নিচে সহজ করে দিতে পুলিশ প্লাজা কনকর্ড সেজেছে হাজারো ঈদ পোশাকের সমারোহে। পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল ঘুরে দেখা যায়, ঈদ কেন্দ্র করে দেশি-বিদেশি পণ্যের বিপুল সমাহারে সাজানো হয়েছে শপিংমল। এখানে ক্রেতাদের আর্কষণ করতে পোশাক, গহনা, জুতা ও ব্যাগ থেকে শুরু করে হাজারো পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ঈদকে কেন্দ্র বিশেষ এক ধরনের ক্রেতারা মার্কেটে আসতে শুরু করেছেন। এসব ক্রেতা অধিক ভিড় পছন্দ করেন না বলেই আগেভাগেই মার্কেটে কেনাকাটা সেরে রাখছেন। অনেকে অফিসের ফাঁকে কেনাকাটা করছেন। কেউ কেউ আত্মীয়-স্বজনদের জন্য কেনাকাটা করছেন। অনেকে গ্রামসহ বিদেশে পোশাক পাঠানোর জন্যও পোশাক কিনছেন। পুলিশ প্লাজা কনকর্ডে মোট ৩৭১টি ছোটবড় দোকান রয়েছে। এর মধ্যে খাবারের দোকান ৩৬টি। রমজানকে কেন্দ্র করে রোজাদারদের জন্য মার্কেটেই ...

ইঞ্জিন বিকল: চার রুটে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল ৯টা থেকে এ চার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। কসবা রেল স্টেশনমাস্টার লুৎফুর রহমান মোল্লা জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া জংশন থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যাবে। তারপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।