সামনের মাসেই রাখি। কিন্তু এখন থেকেই কেন গাছকে রাখি পরাচ্ছেন বোনেরা!
রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রুখতে ও জাতিসম্প্রীতি বজায় করতে রাখি বন্ধন উৎসব করেছিলেন। সেই ইতিহাসকে মাথায় রেখেই রাখি ব্যবহার করে সমাজে সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন দক্ষিণ দিল্লির ‘সর্বদয়া এনক্লেভ’-এর বাসিন্দারা। একের পরে এক গাছ কেটে তৈরি হচ্ছে বহুতল। এর থেকেই নিজেদের এলাকায় থাকা মগাছগুলিকে বাঁচাতে চান এই বাসিন্দারা। তাই নিয়েছেন অভিনব উদ্যোগ।
অরবিন্দ মার্গ থেকে আদচিনি পর্যন্ত প্রায় ৩০টি গাছ কেটে ফেলবে বলে ঠিক করে স্থানীয় প্রশাসন। প্রশাসনের দাবি, এই গাছগুলির ফলে যান চলাচলে অসুবিধা হয়। ফলে ইতিমধ্যেই দু’টি গাছ কেটে ফেলেছে প্রশাসন। কিন্তু এলাকার বাসিন্দারা বাকি গাছগুলি কোনও ভাবেই কাটতে দেবে না বলে ঠিক করেছেন। সে জন্যই এলাকার বাসিন্দারা গাছগুলিতে রাখি বাঁধছেন!
অরবিন্দ মার্গ থেকে আদচিনি পর্যন্ত প্রায় ৩০টি গাছ কেটে ফেলবে বলে ঠিক করে স্থানীয় প্রশাসন। প্রশাসনের দাবি, এই গাছগুলির ফলে যান চলাচলে অসুবিধা হয়। ফলে ইতিমধ্যেই দু’টি গাছ কেটে ফেলেছে প্রশাসন। কিন্তু এলাকার বাসিন্দারা বাকি গাছগুলি কোনও ভাবেই কাটতে দেবে না বলে ঠিক করেছেন। সে জন্যই এলাকার বাসিন্দারা গাছগুলিতে রাখি বাঁধছেন!
বাসিন্দারা জানিয়েছেন, যতদিন পর্যন্ত না প্রশাসন গাছ কাটার নির্দেশ ফেরাচ্ছে, ততদিন তারা এ ভাবেই গাছগুলিতে রাখি পরাতে থাকবেন।
অন্যদিকে পুলিশের দাবি, কয়েকটি গাছ এমন ভাবে বেড়ে উঠেছে, যা রাস্তায় চলাফেরা করার পক্ষে খুবই ঝুঁকিবহুল। কিন্তু এ সব দাবি মানতে নারাজ ‘সর্বদয়া এনক্লেভ’-এর বাসিন্দারা।
এলাকারই এক বাসিন্দা রঞ্জু মিনহাস এই প্রসঙ্গে বলেন,‘‘আর কয়েকদিন পরেই রাখি। আর তাই এই বহুদিনের পুরনো গাছগুলিতে রাখি বাঁধছি আমরা।’’
Comments
Post a Comment