Skip to main content

Posts

Showing posts from 2016

Trump, Clinton on the attack as US race narrows

Donald Trump and Hillary Clinton launched bitter attacks on each other’s character on Tuesday as a new poll suggested the White House race has tightened in the final week. Trump stormed into Democratic territory in Wisconsin to try to use suspicion generated by an FBI probe into Clinton’s emails to open an unlikely path to victory on 8 November. But, with political tension spilling over into financial markets, 69-year-old Clinton was determined not to lose her advantage, firing up Florida crowds with attacks on Trump’s attitude to women. Polling forecasts suggest the 70-year-old Republican property mogul faces a battle to win enough states to secure an electoral college victory over his Democratic rival. But he received a boost Tuesday when an ABC News/Washington Post tracking poll showed him leading Clinton by 46 to 45 percent. He boasted about the new numbers as he addressed a raucous crowd—chanting ‘Lock her up!’ and ‘Drain the swamp!’—in Eau Claire, Wis

US issues travel advisory for India amid fears of IS attacks

The US embassy in New Delhi issued a security message to American citizens in India on Tuesday to be vigilant following reports that Islamic State may be planning to attack targets there. “Recent Indian media reports indicate ISIL’s (Islamic State of Iraq and the Levant) desire to attack targets in India,” the advisory said, warning of an increased threat to places frequented by Westerners such as religious sites, markets and festival venues. ISIL is an acronym for the jihadist organisation, which has seized territory in Iraq and Syria. “All US citizens are reminded to maintain a high level of vigilance and take appropriate steps to increase their security awareness,” the advisory said. Officials from the National Investigation Agency, India’s counter-terrorism unit, has been quoted as saying that an Indian man arrested last month in Tamil Nadu and charged with terrorism offences had been an active member of Islamic State in Iraq. US issues travel advisory f

Miraz to get house as gift from Prime Minister

Prime minister Sheikh Hasina has taken initiatives forconstruction of a residential house for the family of Bangladesh’s “wonder boy” cricketer all-rounder Mehedi Hasan Miraz. “Prime minister Sheikh Hasina has already directed the authorities concerned for construction of the house, and accordingly her principal secretary Md Abul Kalam Azad conveyed the directives to the deputy commissioner of Khulna,” PM’s deputy press secretary Ashraful Alam Khokan told media today. Ashraful Alam said local administration would take necessary steps for construction of the house for Miraz’s family after finding out a suitable place. Miraz, Bangladesh’s latest cricket sensation, became the toast of a nation with his 12 wickets in the first Test victory over England. The 19-year-old off spinner from Khulna played the key role in levelling the just-concluded two-match Rocket Test Series against the strong English side. Son of a poor taxi driver, Miraz took 19 English wickets in t

আইএসের জন্য হিলারির অর্থ সংগ্রহের প্রমাণ ফাঁস

ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের এবার বুঝি তীরে এসে তরী ডুবল। উইকিলিকস জানিয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং প্রেসিডেন্ট বারাক ওবামা আইএসের প্রতিষ্ঠাতা। আইএসের জন্য যাদের কাছ থেকে হিলারি অর্থ সংগ্রহ করেছেন সেসব দেশের নামসহ পুরো তালিকা প্রকাশ করেছে উইকিলিকস। এসব তথ্য প্রকাশের পর হিলারির জনপ্রিয়তায় ধস নেমেছে। সাধারণ মানুষের কাছে তিনি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। কনজারভেটিভ ডেইলি পোস্ট জানিয়েছে, উইকিলিকস হিলারির যেসব ইমেইল ফাঁস করেছে তাতে আইএসকে প্রতিষ্ঠায় হিলারি এবং ওবামার হাত রয়েছে এমন শক্তিশালী প্রমাণ রয়েছে। অথচ বেশ কিছু প্রভাবশালী মার্কিন গণমাধ্যম এসব খবর প্রকাশ করছে না। ডেইলি পোস্ট বলছে, ‘হিলারি বর্তমান সময়ে কি কি করেছে তার চেয়ে ট্রাম্পের অতীত ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই বেশি পছন্দ করছে গণমাধ্যমগুলো। কিন্তু আমরা তাদের মত নই। আইএসের সঙ্গে হিলারির যে সম্পৃক্ততা রয়েছে সাহসী এবং দেশপ্রেমিক জুলিয়ান অ্যাসেঞ্জের মত আমরাও সেগুলোর প্রমাণ দেব। কেননা আমাদের যতটুকু ধারণা করেছি আইএসের সঙ্গে হিলারির তার চেয়ে অনেক বেশি সম্পৃক্ততা রয়েছে।’ হিলারির ফাঁস হওয়া ইমেইলে

India tries to hasten U.S. defense deals

India is trying to hasten a deal with the United States to buy Predator drone aircraft for military surveillance, one of several defence and nuclear projects the two sides are pursuing in the final months of the Obama administration. India’s request for 22 Predator Guardian drones made in June is in an advanced stage of negotiations. The two sides hope to make enough progress so only administrative tasks remain by the time President Barack Obama leaves office, government officials in New Delhi said. “It is progressing well. The aim is to complete the main process in the next few months,” said one of the officials, speaking on condition of anonymity. Indian prime minister Narendra Modi has built personal ties with president Barack Obama, whose signature foreign policy move has been a strategic pivot to Asia from the Middle East. The United States has dislodged Russia as the top arms supplier to India. New Delhi is also on the cusp of sealing a US nuclear reactor deal w

India arrests six suspected of plotting Islamic State attacks

Indian police have arrested six members of an Islamic State-inspired group suspected of plotting attacks on key figures and public places during the Hindu festival of Diwali, the national counter-terrorism agency said on Monday. Islamic State has struggled to win over many recruits in India, which is home to the world's third-largest Muslim population. But over the past year or so, the National Investigation Agency has found small groups of people in the southern states of Kerala and Tamil Nadu who have either travelled to Syria to join the militant Sunni group or planned attacks inside India. On Sunday, the NIA picked up six men while they were in a meeting in a hilltop shrine in Kerala and said they were gathering explosives and other material to mount attacks in southern India during Diwali later this month. ‘During the searches, incriminating material including electronic devices have been seized from their possession and search of their premises,’ the agency said in a

Pakistan army fires at Indian posts in Poonch

The Pakistan army on Monday resorted to unprovoked mortar shelling and firing at Indian positions in two places in Poonch district, authorities said. After opening fire in Shahpur area, the Pakistan army started shelling and gunfire in Sabjiyan area of Poonch district. Police said 82 mm mortar shelling was started in Shahpur area on the Line of Control (LoC) by Pakistan army to target Indian positions on Monday morning. ‘The Indian army effectively retaliated Pakistan shelling using same calibre weapons,’ a senior police officer said. ‘While intermittent shelling and firing exchanges are still going on in Shahpur area, Pakistan army started shelling in Sabjiyan area of the LoC today (Monday) afternoon,’ he added. ‘The Indian army is retaliating the Pakistan shelling and firing at Sabjiyan this time,’ he said.

মানিকগঞ্জে হবে মীর কাসেমের দাফন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে ফাঁসির কথা জানানো হয়েছে। মানিকগঞ্জে তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। শনিবার সন্ধ্যায় মীর কাসেমের সঙ্গে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে বেরিয়ে একথা জানিয়েছেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন। আয়েশা খাতুন বলেন, ‘তিনি (মীর কাসেম) আমাকে বলেছেন, তাকে ফাঁসির কথা জানানো হয়েছে।’ মীর কাসেম শেষ ইচ্ছার কথা জানিয়েছেন কি-না জানতে চাইলে আয়েশা খাতুন বলেন, শেষ মুহূর্তেও ছেলের সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপ করেছেন তিনি। পরিবারের দাবি, মীর কাসেমের ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। মীর কাসেমের স্ত্রী জানান, মীর কাসেমের ভাই মানিকগঞ্জে একটি জমি কিনে রেখেছিলেন। সেখানেই তাকে দাফন করা হবে। এর আগে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যদের ডাকে কারা কর্তৃপক্ষ। শনিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে পরিবারের সদস্যরা সাক্ষাতের জন্য কারাগারে প্রবেশ করেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে তারা সোয়া ৪টায় দেখা করার সুযোগ পান। সন্ধ্যা পৌনে ৭টায় পরিবারের সদস্যরা কারাগার থেকে বেরিয়ে আসেন। আয়েশা খাতুন বলেন, পরিবার ও নিকট আত্মীয়সহ ২

মীর কাসেমের ফাঁসি নিয়ে দুঃখিত নন সন্তানরা!

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি যে কোনও সময় কার্যকর করা হবে। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামির সঙ্গে শেষবার দেখা করতে দেওয়া হয় পরিবারের সদস্যদের। শনিবার বিকাল সাড়ে ৩টায় মীর কাসেমের পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ। বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মীর কাসেমের দুই মেয়ে সুমাইয়া রাবেয়া ও তাহেরা তাসনিম। পাঠকদের জন্য স্ট্যাটাস দুটি তুলে দেওয়া হলো: সুমাইয়া রাবেয়া লিখেছেন :  আমার আব্বু নরম মনের মানুষ। প্রতিবার বক্তব্য দিতে উঠলে কেঁদে ফেলতেন। এটা সবাই জানেন। এর আগে যখন দেখা করতে গিয়েছিলাম তখন আব্বুর চেহারায় বিন্দুমাত্র বিচলতা দেখিনি, বরং সবার সাথে হাসি খুশি ছিলেন। তখন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আব্বু, আমাদের ভাইবোনের জন্য আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করবানা? আব্বু একগাল হেসে বললেন, শুধু তোমরা না, আমার নাতি-নাতনী, বউমা, জামাই সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমরা সবাই হেসে দিয়েছিলাম। আজকে আবার আব্বুকে দেখতে যাচ্ছি। শেষবারের মতো। কাল আব্বু থাকবে না এ নিয়ে আমরা দুঃখিত নই। শাহাদাতের মর্যাদা কজনের ভাগ্যে জোটে

Amitabh Bachchan's Pink gets U/A certificate with just four cuts

Looks like the Amitabh Bachchan-starrer Pink, a film that aims to bring awareness about crimes against women, is already changing minds - even before its release. The Central Board of Film Certification has reportedly demanded just “four verbal cuts” in the movie for it to receive a U/A certificate. These four verbal cuts are: ‘Phaad de unki’, ‘Ra***’, ‘Bi***’ and ‘Sa***’, a DNA report claimed. The film’s “commitment to projecting the urban Indian woman’s predicament in a patriarchal society” impressed the board. “The CBFC has always been empathetic to my films, right from Vicky Donor, which was about sperm donation. They have always understood the relevance of my film’s subject,” the report quoted Shoojit Sircar as saying. Sircar has produced the film. CBFC chief Pahlaj Nihalai told DNA, “Akira and Pink are dark powerful films with hard-hitting content. Normally, they would be granted ‘Adult’ certificates. But we’ve given them ‘UA’ certificates because we at the CBFC feel pre-ad

'I haven’t signed any Hollywood movie'

'I haven’t signed any Hollywood movie' : Actress Sonam Kapoor says she has not signed any Hollywood project.The Neerja actress, who hinted at going the ‘Hollywood way,’ after she signed with Unitled Talent Agency (UTA), one of America’s topmost talent agencies, took to Twitter to clarify that she has not received any offers from the West.“Just to make it clear I haven’t signed ANY movie... www.natunsomoy.com

'I haven’t signed any Hollywood movie'

Actress Sonam Kapoor says she has not signed any Hollywood project. The Neerja actress, who hinted at going the ‘Hollywood way,’ after she signed with Unitled Talent Agency (UTA), one of America’s topmost talent agencies, took to Twitter to clarify that she has not received any offers from the West. “Just to make it clear I haven’t signed ANY movie... Nor have they been offered to me,” Sonam tweeted. UTA handles international stars like Mariah Carey, Chris Brown, Kanye West, Johnny Depp, Angelina Jolie, Guns ‘N’ Roses, Benedict Cumberbatch, Susan Sarandon, Harrison Ford, Owen Wilson, Michael Douglas, Gwyneth Paltrow, Channing Tatum, Anthony Hopkins, Mark Ruffalo and Daniel Radcliffe. Priyanka Chopra, who is doing well in Hollywood, is being handled by WME, while Deepika Padukone is signed with CAA. Source: agencies www.natunsomoy.com

Uttam Kumar’s 87st birth anniversary

Uttam Kumar, the legendary Bengali film actor, is being remembered on his 87st birth anniversary today (August 3). Marking the day in a befitting manner, socio-cultural organisations have taken elaborate programmes in Bangladesh and West Bengal of India. Besides, satellite television channels of both the countries aired quality programmes to pay tributes to the late iconic superstar of the screen. Uttam Kumar is a versatile genius of his time. He is admired as the iconic superstar of Bengali cinema of all time. Besides carving a niche in the filmdom, the superstar was a singer, composer, scriptwriter and director- all at once. Uttam earned fame through producing at least seven films alongside worked as singer, composer and director in another six films during his lifetime. Uttam Kumar was born as Arun Kumar Chatterjee at his ancestral home in Kolkata on September 3, 1926. He is widely regarded as one of the greatest and classic actors of Indian cinema and known as Mahanayak. H

Kangana: Actors are just face of the brand

At a time when the government is mulling over a law that punishes celebrities for misleading advertisements, actress Kangana Ranaut feels it is wrong to hold stars liable for brand endorsements. She says actors are just the face of the brand, and it is "entirely" the consumers' responsibility what they choose to buy. "We are just the face of the brand but consumer is the king. They have to make their decision and know that it is entirely their responsibility what they choose to buy and invest their resources in," Kangana told IANS in a telephonic interview from Bengaluru.  The Central government could soon come up with a law that would make celebrities "accountable for misleading ads". Recently, the Law and Consumer Affairs Ministry accepted the recommendation of a Parliamentary Standing Committee and decided to impose "stringent provisions including jail term and hefty penalty" of up to Rs 50,00,000 for "repeated offence"

Aishwarya’s purple pout fantastic: Abhishek

Aishwarya’s purple pout fantastic: Abhishek : While actor Aishwarya Rai Bachchan’s pop purple lip colour during an appearance at the 69th Cannes Film Festival received mixed reactions from both her fans and the fashion police, her husband Abhishek Bachchan couldn’t stop gushing over her “fantastic” look.When asked to comment on Aishwarya’s purple pout, Abhishek said: “I think she looked fantastic ... She always does.

Saumya Tandon at Cannes!

Saumya Tandon at Cannes! : Actress Saumya Tandon has taken a break from the shooting of the popular TV show “Bhabi Ji Ghar Par Hai!”, to attend the ongoing 69th Cannes Film Festival.“Saumya had applied for this leave from the show well in advance to plan her trip.

Journalist Sadek Khan

India supports Nizami trial for war crimes

India supports Nizami trial for war crimes : Reacting to execution of Bangladesh Jamaat-e-Islami leader Motiur Rahman Nizami, India on said it was supportive of the judicial process to ensure justice in war crimes committed during the movement for the independence of Bangladesh in 1971.

SHEIKH HASINA PUTS EMPHASIS ON MAKING DIGITAL MOVIES

Prime Minister Sheikh Hasina today asked filmmakers to emphasize on making digital movies for the development of Bangla film industry. Prime Minister Sheikh Hasina today asked filmmakers to emphasize on making digital movies for the development of Bangla film industry. The Premier made the assertion while addressing the National Film Award 2014 distribution program at Bangabandhu International Convention Centre (BICC) in city Wednesday afternoon. She also urged the affluent people to come forward and invest for Bangla movie making as the government can do a little without the cooperation of people. Sheikh Hasina said, “Movie is not only the way of entertainment; it is also a medium of education, social reforms and changes. We have to make movies considering the values.”  Most of the cinema hall owners changed their business and reconstructed the halls. But, the medium can be a better way of entertainment through modernizing the halls and it is also a part of soc

আর চুমু খাবেন না সানি

আর চুমু খাবেন না সানি : পর্দায় যার সামান্য শরীরী উষ্ণতা আসমুদ্র-হিমাচলের আপামর পুরুষ হৃদয়ে ঝড় ওঠে। সেই তার মুখেই এখন ভিন্ন সূর।

এসএসসি-সমমানে পাস ৮৮.২৯ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালে এ পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ।  বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলপত্র হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজামীর দাফন সম্পন্ন

মৃত্যুদণ্ড কার্যকরের পর যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর লাশ পাবনার সাঁথিয়ায় তার গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হোতা নিজামীকে বুধবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জামায়াত আমির প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দণ্ড কার্যকরের আগে তার স্বজনরা কারাগারে গিয়ে শেষ দেখা করেন। মধ্যরাতে মৃত্যুদণ্ড কার্যকরের পর রাত দেড়টায় দুটি অ্যাম্বুলেন্স কারাফটক দিয়ে বেরিয়ে আসে, এর একটিতে ছিল জামায়াত আমিরের লাশ। সামনে-পেছনে ছিল র‌্যাব ও পুলিশের ছয়টি এবং কারা কর্তৃপক্ষের একটি গাড়ি। কারাগার থেকে বেরিয়ে ফার্মগেইট, উত্তরা হয়ে বাইপাইল দিয়ে টাঙ্গাইল পেরিয়ে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পাবনার সাঁথিয়ায় যায় লাশবাহী এই গাড়ির বহর। এজন্য মহাসড়কের গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ অংশে নিরাপত্তা জোরদার করা হয়। পাবনায়ও কড়া পাহারা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।  সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের মনমথপুরে গ্রামে সকাল সোয়া ৬টার দিকে পৌঁছায় লাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে লাশ গ্রহণ করেন নিজামীর ছেলে ন

State minister Promod Mankin passes away

The state minister for Social Affairs Promod Mankin passed away undergoing treatment at Mumbai’s Holy Family Hospital early Wednesday. Social Welfare ministry’s public relation officer Maidul Islam and his nephew Sang confirmed the death to media.   They said Mankin’s daughter Mala Martha told them about the minister’s death over phone from Mumbai. Mankin was taken to India on 16 April for better treatment as he had been suffering from lung cancer. His body will be flown to Dhaka on Thursday. President Abdul Hamid and Prime Minister Sheikh Hasina have expressed profound shock at the death of Mankin. They also prayed for the eternal peace of his departed soul and conveyed deep sympathy to the family members of the bereaved. Promod Mankin was a resident of the village of Kochundhara at Haluaghat upazila in Mymensingh. He was elected as a lawmaker from constituencies of Haluaghat and Dhobaura in Mymensingh.

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

কড়া নিরাপত্তায় নিজামির দেহ পাবনার পথে

দেশের শীর্ষ যুদ্ধাপরাধী কুখ্যাত আল-বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তাঁদের মরদেহ গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া নেওয়া হচ্ছে।  Click Here রায় কার্যকরের পর রাত ১টা ৩১ মিনিটে নিজামীর মরদেহ ঢাকা থেকে সড়কপথে নেয়া হচ্ছে তাঁর গ্রামের বাড়ি সাঁথিয়ায়। মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সটির আগে-পরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবলয়। এর আগে, এই শীর্ষ যুদ্ধাপরাধীকে মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।   কারাগারের সামনে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে সিনিয়র জেল সুপার বলেন, রাত ১২টা ১ মিনিটেই মতিউর রহমান নিজামীকে ফাাঁসির মঞ্চে তুলে গলায় ফাঁস পরানো হয়। আর এরপর ফাঁসি দিয়ে ঠিক রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু নিশ্চিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলতে হলো সে সময়কার ‘মইত্যা রাজাকার’ নামে পরিচিত নিজামীকে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর সর্বোচ্চ নেতা ছিলেন এই নিজামী। একাত্তরের মুক্তিযুদ্ধ চলা

ফাঁসির মঞ্চে উঠতে ধস্তাধস্তি করেছেন নিজামী

বিশেষ সংবাদদাতাঃ  ফাঁসির মঞ্চে উঠতে চাননি কুখ্যাত আল-বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামী। তাকে জোর করে ফাঁসির মঞ্চে তুলতে হয়েছে।  ঢাকা কেন্দ্রীয় কারগারের একটি সূত্র মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ খবর নিশ্চিত করেছে।  কারা সুত্র জানায় যে, রাত ১১টা ৫৫ মিনিটে তাকে ফাঁসি মঞ্চে নেয়ার পথে নিজামী ব্যাপক অনীহা প্রকাশ করেন।    সূত্রটি আরও জানায়, মতিউর রহমানকে কনডেম সেল থেকে ফাঁসির মঞ্চে নিয়ে আসার জন্য তিনজন জল্লাদ যখন যায় তখন তাদের সঙ্গে জোর-জবরদস্তি করেন তিনি। পরে জল্লাদরা জোর করে যখন তার মাথায় জমটুপি পরিয়ে ফাঁসির মঞ্চে তোলা হচ্ছিল তখন বেশ কয়েকবার বসে পরেন এবং মঞ্চে উঠতে অস্বীকার করেন। পরবর্তীতে ছয়জন কারারক্ষীর সহায়তায় জল্লাদরা শেষবারের মতো ধরে জোর করে ফাঁসির মঞ্চে তোলে নিজামিকে।  এর পরে, এই শীর্ষ যুদ্ধাপরাধীকে মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। www.natunsomoy.com