এক সময় পদার জনপ্রিয় অভিনেত্রী। তার নামে জমে উঠত সন্ধ্যার টিভি ঘর। নিজের নামের থেকেও বেশি চরিত্রের নামে পরিচিত হয়েছিলেন তিনি। এখনো পর্যন্ত তার অভিনীত সেই ডেলি সোপই ভারতে সবচেয়ে বেশি দিন সম্প্রচারিত সিরিয়াল। তবে এখন এই পেশা থেকে সম্পূর্ণ সরে গেছেন। বেশ কয়েক বছর ধরেই হাত পাকিয়েছেন রাজনীতিতে।
যদি বলে দেওয়া যায় তার অভিনীত সেই জনপ্রিয় চরিত্রটির নাম ছিল ‘তুলসী’ এবং বর্তমানে তিনি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী।
এবার নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা নেই, কার কথা বলা হচ্ছে। হ্যাঁ কথা হচ্ছে স্মৃতি ইরানিকে নিয়েই। সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন স্মৃতি। সেখানে লাল সালোয়ার আর খোলা চুলে ‘কিঁউ কি...’-র সেই পরিচিত লুকে দেখা যাচ্ছে স্মৃতিকে।
সদ্যই ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’-র ১৭ বছর পূর্ণ হয়েছে। সেই কারণেই ‘তুলসী’র ছবি দিয়ে একটু স্মৃতি রোমঞ্চন করলেন স্মৃতি ইরানি। ছবির ক্যাপশনে লিখলেন, ‘কিঁউ কি-র ১৭ বছর। এভাবেই শুরুটা হয়েছিল।’
Comments
Post a Comment