সিনেমার শ্যুটিং নয়, রক্তমাংসের অবয়বে খোদ থালাইভা প্রেমসে জুয়া খেলছেন আমেরিকার একটি ক্যাসিনোয়, এমনই এক ছবি টুইটারে ভাইরাল হয়ে উঠেছে। আর টুইটটি করেছেন এমন একজন, যার ভার সম্পর্কে বিশেষ কিছু প্রশ্ন তোলার অবকাশই নেই।
রাজ্যসভা সদস্য সুব্রহ্মণ্যম স্বামী তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রজনীকান্তের ক্যাসিনো-বিহারের ছবি। সেই সঙ্গে তিনি রজনীকান্তকে ৪২০ বলে সম্বোধন করেছেন। এবং ইডি-কে অনুসন্ধান করতে অনুরোধ করেছেন, রজনীর ডলার তহবিল সম্পর্কে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই টুইট প্রকাশিত হওয়ার পরে রীতিমতো শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রজনীকান্ত মার্কিন মুল্লুকে অবস্থান করছেন চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনে। রজনীকান্তের রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই সরব হয়েছিলেন স্বামী। রজনী যে তামিলনাডুর মুখ্যমন্ত্রিত্বের জন্য অনুপযুক্ত, এটা বার বার তিনি প্রমাণ করতে চাইছেন। এই ঘটনায় রজনীকান্ত নীরবতাই পালন করছেন। তার রাজনীতি-প্রবেশ নিয়েও তিনি বিশদ কিছু বলেননি।
Comments
Post a Comment